আমাদের কথা খুঁজে নিন

   

মানব, প্রিয়তম সঙ্গী, ঈশ্বর তার পরে

/

মানব, মানুষের প্রিয়তম সঙ্গী ঈশ্বর তার পরে প্রার্থিত গন্তব্যে পাঠানোর জন্যে সুদূরপ্রসারী খেলায় তিনি যাকে খেলা বলেন - পার্থিব জীবন ক্ষুদ্র সময়ের খেলা তিনি তাই বলেন এক কর্দমাক্ত অগভীর পুকুরে কিছু নগন্য ব্যাঙের পিঠে বালকের কৌতুককর ঢিল ছোড়াছুড়ি সেই উপদেশদাতা উপদেশ ভুলে যান যার অভিজ্ঞতা নেই। যে অবস্থানে যাওয়া হয়নি তার অনুমিত জ্ঞান যাপিত লোকের সাথে বৈসাদৃশ্যের চিরকালীন তুলনা ঈশ্বর মানব নন। ফ্যান্টসি গেমে জটিল মারপ্যাচ, শয়তান ভিলেন যখন তখন বের হয়, পথঘাট খুঁজে নিতে হবে, আত্মরক্ষার অস্ত্র ডুবে থাকে জটিল ধাঁধায় ঐশ্বরিক অনুভবের ঈশ্বর জানি না তখন কি বোঝেন ঈসা মুসা বেরিয়ে আসেন মানবিক প্রেরণায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।