আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির ধুলোর মেঘ উড়িয়ে............।

নিজেকে হারিয়ে খুঁজি

শৈশবে- সেই মেয়েটি ছিল-দস্যিপনায় সদাই মূখর; ভালোবাসার উষর সময়- তবু ছায়াহীন রৌদ্র প্রখর! দুঃখ যতো- জমতো ধীরে, লুকিয়ে রেখে বুকের ভেতর; স্বপন পিছে একলা ছোটা-ভালবাসার ছোঁয়ার কাতর। না পাওয়া এক ক্ষণকে ভেবে; ঘুম ভাঙে তার স্বপ্ন ঘোরে; কিশোরী কাল ছন্দে গানে; একলাপনা সঙ্গী করে। অচিন দেশে পাড়ি জমায়-কোমল কুসুম স্বপ্ন বুকে- তরুন প্রাণে আশার পুলক; সুদুর পানের কোন এক সুখে। দামাল হাওয়ার পরশ নিয়ে-এক যুবরাজ স্বপ্ন আঁকে প্রথম শিউড়ে উঠা - ছোঁয়া; ভালোবাসার শিশির মাখে। বিজলী আসে পেছন ধেয়ে-গড়ের মাঠে সন্ধ্যা মিলায়; নীড়ে ফিরে একলা পাখী- স্বপ্ন লুটায়- কান্না ধূলায়। অভিমানের প্রহর কাটে-নীল জানালার আলাপনায়, না বলা সব কথার মালায়-অবুঝ চাওয়ার প্রহর ঘনায়। হঠাৎ আবার কালবোশেখী-স্বপ্ন ফিরায় পাষাণী মন; কষ্ট পাথর ছিল যে পণ -চাইবে না আর ফিরে সে ক্ষণ। তবুও আসে বসন্ত দিন- ভালোবাসার আবেগ মাখা সেই থেকে এই গল্প শুরু; একটি বছর- ছকে আঁকা! বুকের ভেতর অচীন কাঁপন- ফুরোয় সময় সাথে থাকার। জানি আঁধার তোকে ঘিরে-সাধ্যি কি তাই কাছে রাখার!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।