আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল প্রত্যাহার করুন: ৪১ ব্যবসায়ী সংগঠনের বিবৃতি

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা আগামী ২ মের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) দেশের ৪১টি ব্যবসায়ী চেম্বার ও সমিতি।
সাভারের রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় সৃষ্ট মানবিক বিপর্যয় কাটিয়ে ওঠা ও দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে মানবিক কারণে এ হরতাল প্রত্যাহার চায় ব্যবসায়ী সংগঠনগুলো।
আজ সোমবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, এই হরতাল দেশের বিপর্যস্ত অর্থনীতিকে আরও বিপর্যস্ত করে তুলবে। হরতাল ও অবরোধের মতো ঘন ঘন আত্মঘাতীমূলক কার্যক্রম দেশের অর্থনীতিকে এক চূড়ান্ত বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আগামী ২ মে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। একই দিন প্রথমে বাম দলগুলো হরতাল ডাকলেও পরে শুধু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তা প্রত্যাহার করে।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন ছাড়াও বিবৃতিতে সই করেন বাংলাদেশ চেম্বারের সভাপতি এ কে আজাদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আফসার করিম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন, রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ, বাংলাদেশ ওষুধশিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান প্রমুখ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.