আমাদের কথা খুঁজে নিন

   

নদীর পাশে একা / আবু হাসান শাহরিয়ার

বাঙলা কবিতা

নদীর পাশে একা / আবু হাসান শাহরিয়ার ====== আমার জন্য দাঁড়িয়ে ছিল পথ পথের পাশে নদী নদীর পাশে নৌকাবাঁধা ঘাট ঘাটের পাশে শেষপারানির কড়ি গাছঠাকুরের পুজো দাঁড়িয়ে ছিল হাজার অমারাত দেউটি হাতে একলা মাঠের চাঁদ দূরে কোথাও বৃষ্টিভেজা ঘর টিনের চালে বিঠোফেনের চিঠি কোথাও একটা জানলা খুলে রাখা কোথাও একটা কাঁকন-পরা হাত কোথাও একটা উড়ে যাবার সাধ দাঁড়িয়ে ছিল কেমন-করা মন মনের তলে মনের তলদেশ তার অতলে হঠাৎ কারও মুখ হঠাৎ কারও রাত্রি-চেরা ডাক হঠাৎ কোনও নারিকেলের পাতা ঠাণ্ডা-লাগা একজোড়া টনসিল দাঁড়িয়ে ছিল ভুবনজোড়া মায়া অষ্টরানির মৃত স্বামীর ছবি শাদা ফ্রকের রিবন-বাঁধা চুল কোল-বদলের ধূসর ছেলেবেলা অতীত-করা হাজার গতকাল আষাঢ়-করা শ্রাবণ-করা মন আমার জন্য দাঁড়িয়ে ছিল পথ পথের পাশে নদী নদীর পাশে মানুষ কেন একা ? মানুষ কেন একা ? ====

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.