আমাদের কথা খুঁজে নিন

   

তুষারপাত


শুক্রবার থেকে হঠাৎ ঠান্ডা পড়ে গেলো এখানে। শনিবার সকালে হাল্কা বৃষ্টি ছিলো, আমাদের দেশের মেঘলা ঘুম ঘুম দিনের মত। কিন্তু আজ সকালে ঘুম থেকে জেগে বাইরে তাকিয়ে আমি অবাক। সব কিছুর রং বদলে গেছে। এখানে প্রকৃতি এত বর্নালী, অথচ আজ সব সাদা-কালো।

শ্বেত তুষারের প্রলেপে সব ঢেকে গেছে। যতদুর চোখ যার শুধু সাদা চাদর। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। জুল বললো যে আমি কি ভয় পেযেছি নাকি। " না.. ব্যাপারটা সুন্দর লাগছে"।

সব কিছুর উপর বরফ জমে আছে। বরফ তো না তুষার। গাছে গুলোর কি খুব ঠান্ডা লাগছে না?। ছবিতে যেমন দেখতাম এখন সব তেমন লাগছে। আমার মনে হচ্ছে ছবি দেখছি, মানে পুরো প্রকৃতি এখন একটা ছবি।

রবার্ট বললো যে এতো কিছুই না, সবে শুরু। এর চেয়ে দশবারো গুন বেশী হবে শীতকালে। যাইহোক, ভালোই লাগছে এখন। কিন্তু আবার ভাবছি যে আফিসে যেতে সমস্যা হবে হয়তো। কিন্তু এখানে তো সবাই কাজে যায় এসবের মাঝেই।

দেখাই যাকনা আমি কিভাবে আমি এডাপ্ট করি। গরম কালে মনে হয় শীতকাল ভালো। শীতাকলে মনে হয় গরম ভালো। আসলে এই দুনিয়ায় সবই ভালো যদি এনজয় করা যায়। লোকজন এখানে স্কি করতে আসে।

আমি শেখার চান্স নিতে পারি কিনা। আজব!!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.