আমাদের কথা খুঁজে নিন

   

কাদেরের সেদিনএদিন আর মৃত আত্মাগুলোর ফরিয়াদ!!!!!

আমি বিশ্বাস করি একজন খাঁটি ইমানদার মুসলিম আস্তিক হয়েও রাজাকারদের মানবতাবিরধিদের ফাঁসি চাওয়া যায়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই গৃহবধূর বিধ্বস্ত ভিত মুখ, এখনও যার গলায়, কাধ, চিবুকে রয়েছে সারারাতের পাশবিকতার ছাপ। আমি ভুলতা পারছিনা মেহেরুন্নেছা নামের সেই মেয়েটার কথা যার দু উরুর মাজখানে ক্ষত হয়ে গেছে, যে ঠিকমত পা দুটো নিয়ে দাড়াতে পারছেনা, মিরপুর বাংলা কলেজের সেই তরুন ছাত্রটার চেহারা আমার কাছে এখনও জলজল করছে আর তার মায়ের আহাজারি শুনলে হয়ত আজরাইল ও থেমে যেত কিন্তু থামেনি কাদের আর তার দোসররা। তখন কেবল মাত্র ভোর হয়েছে মিরপুরের এক শান্তি কাম্পে মানুষের ভীত সন্ত্রস্ত নিরবতা ভাঙল সন্তান হারা এক মায়ের আহাজারিতে যে তার সন্তানের একটি সাদাকালো ছবি নিয়ে এসেছে তাকে ফিরে পেতে কিন্তু কাদের আর তার দোসররা সেই পঁয়তাল্লিশ ঊর্ধ্ব মহিলাকেও রেহাই দিলনা । কাদেররা তখন বলে তারা নাকি ই নাকি তখন ইসলামের শুশ্রূষা করতেছিল হিন্দু, আর ভারতীয় দালাল মুসলমানদের নিধনের মাধ্যমে এটা নাকি তাদের ঈমানই দায়িত্ব!!! আজ বেয়াল্লিস বছর পর আমার সে স্মৃতি মনে পড়ল কাদেরকে কাঠগড়ায় দেখে,যে কাদেরের মৃত্যু এবং বার বার মৃত্যু ছিল সেই মৃত আত্মাগুলোর ফরিয়াদ সেই কাদের পেল আজ নতুন জীবন!!! হায় সেই নাম জানা গৃহবধূ, মেহেরুন্নেছা, তরুন যুবক আর স্নেহমই মা আমাদের ক্ষমা কর আমরা তোমার চাওয়া পুরন করতে পারলাম না ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.