আমাদের কথা খুঁজে নিন

   

কাদেরের রায় পুনর্বিবেচনার শুনানি চলছে

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশ পুনর্বিবেচনা (রিভিউ) করা যাবে কি না এই প্রশ্নে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়। এতে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক যুক্তি উপস্থাপন শুরু করেন। সরকার পক্ষে শুনানিতে উপস্থিত রয়েছে এটর্নি জেনারেল মাহবুব।

সকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা।

আদালতে প্রবেশের প্রতিটি ফটকেই পুলিশ ও র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। আদালত প্রাঙ্গণের ভেতরেও উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সদস্যকে দেখা গেছে। আদালত প্রাঙ্গণে ঢোকার আগে সবাইকে তল্লাশি করা হচ্ছে।

এদিকে, শীতকালীন অবকাশের আগে আজ বৃহস্পতিবারই আপিল বিভাগের শেষ কার্যদিবস। এর মধ্যেই বিষয়টি নিস্পত্তি না হলে রায় কার্যকরের বিষয়টি আগামী বছর পর্যন্ত ঝুলে যেতে পারে বলে আদালতের কাছে আশঙ্কা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.