আমাদের কথা খুঁজে নিন

   

দূর্গা পুজা . . .



হিমালয়ের কৈলাশে তার স্বামী সিবার বাস-সেখানে থেকেই সুদূর পথ পারি দিয়ে আসেন সমতল ভূমির এই বাংলায় । প্রতি বছরের শরৎ কালেই দেবী দূর্গার এই আগমন নিজ ভূমিতে। দেবী কোন বাহনে করে আসবেন এবং ফিরে যাবেন তার উপরই নির্ভর করে বাঙ্গালীর জীবনাচারণ। উদাহরণ দিয়ে বলা যায়-দেবী যদি নৌকায় আসেন তাহলে কৃষিতে ব্যাপক সাফল্য অর্জন হয় আর ফিরে যাবার সময়- ব্যাপক বন্যার হওয়ার আভাস দিয়ে যান। এ বারে দেবী এসেছেন গজে (হাতির পিঠে করে) চড়ে।

এ আগমন বার্তা অর্থ হচ্ছে শস্যপূর্ণ বসুন্ধরা আর ফিরে যাবেন দোলায় (পালকিতে) চড়ে। এর অর্থ - মড়কের বিস্তার। এ সবাই হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী। শ্রী শ্রী রাম সীতা মন্দিরের পুরোহিত স্মৃতিময় চত্রু বর্তী বলেন- দেবালয় থেকে দেবী দূর্গার পৃথীবিতে আগমন মূল মন্ত্র হচ্ছে- শত্রু নিধন আর সৃষ্টিকে পালন। মানবকল্যাণ প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতীক দেবী দূর্গার আগমনবার্তা পৌচ্ছে গিয়েছিল ভক্তদের ঘরে ঘরে।

স্বাগতম শারদীয় দুর্গোৎসব।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।