আমাদের কথা খুঁজে নিন

   

নাহার পানপুঞ্জিতে হাজার হাজার গাছ কাটার প্রতিবাদে শ্রীমঙ্গলে ঘন্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান



নাহার পানপুঞ্জিতে হাজার হাজার গাছ কাটার প্রতিবাদে শ্রীমঙ্গলে ঘন্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাহার চা-বাগান ও বাগানসংলগ্ন খাসিয়াপুঞ্জির গাছ কাটার প্রতিবাদে গতকাল রোববার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে চৌমোহনাতে মানববন্ধন করা হয়েছে। পরে সংগঠনটির পক্ষ থেকে ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে অবিলম্বে নাহার চা-বাগান এবং তৎসংলগ্ন খাসিয়া পানপুঞ্জির গাছ কাটা বন্ধ করা, বাগান কর্তৃপক্ষের বেআইনিভাবে দখল করা প্রায় ৪০০ একর ভূমি উদ্ধার করা, বাগান মালিকদের আদিবাসীদের কাছ থেকে কর নেওয়া বন্ধ করা, সরকারি মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরগুলো থেকে বন ও পাহাড় কাটা, আদিবাসীবিরোধী চাষাবাদ ও অন্যান্য কাজের জন্য অনুমতি প্রদান বন্ধ করা এবং পরিবেশ ও বনসংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি দপ্তর, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দুর্নীতি অবিলম্বে বন্ধ করা। মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামান, বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরীফ জামিল, আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের বৃহত্তর সিলেট অঞ্চলের সমন্বয়ক ফাদার যোসেফ গোমেজ, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের স্থানীয় সংগঠক ফরিদ মিয়াসহ অর্ধশতাধিক আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচি শেষে শরীফ জামিল, ফাদার যোসেফ গমেজ, সৈয়দ আমিরুজ্জামান, পংকজ এ কন্দের নেতৃত্বে শ্রীমঙ্গলের ইউএনও বিধায়ক রায় চৌধুরীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারককলিপিতে উল্লেখ করা হয়েছে, নাহার চা-বাগান কর্তৃপক্ষ বাগান ও বাগানসংলগ্ন খাসিয়াপুঞ্জির চার হাজার গাছ কাটার পরিকল্পনা করেছে। পরিকল্পনা অনুযায়ী বাগান কর্তৃপক্ষ গত ২০ সেপ্টেম্বর থেকে গাছ কাটা শুরু করেছে। ইতিমধ্যে তারা ৭০০ গাছ কেটে ফেলেছে। গাছ কাটায় পুঞ্জির প্রায় সাড়ে তিন হাজার পানগাছের ক্ষতি হয়েছে। ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যে ২৫ ভাগ বনাঞ্চল প্রয়োজন, তা আর কারো অজানা নয়।

অথচ আমাদের বনাঞ্চলের পরিমাণ যেথানে ৭ ভাগ মতান্তরে ৯ ভাগও নেই, সেখানে হাজার হাজার গাছ কাটার উদ্যোগকে সমর্থন করা যায় না। বাপার সিলেট অঞ্চলের সমন্বয়ক ফাদার যোসেফ গোমেজ বলেন, নাহার চা-বাগান কর্তৃপক্ষের চার হাজার গাছ কাটা শুরু করার উদ্যোগ নিন্দনীয় কাজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.