আমাদের কথা খুঁজে নিন

   

আমার ক্ষেত্র নয় রণভূমি

..

দ্রোহ? অবিচল নিষ্ঠায় শানাচ্ছো তরবারি শূন্যগর্ভ বাতাসে ঘুরাচ্ছো সাঁই সাঁই শব্দে পরখ করে নিচ্ছো ধার ঝালিয়ে নিচ্ছো হাতের নিপুনতা । জানোনা , প্রবল থেকে প্রবলতমে উত্তরণের লোলুপতা কিভাবে ক্ষুদ্রতায় নিয়ে যায়। যুযুৎসু প্রতিপক্ষ নই।আমার ক্ষেত্র নয় রণভূমি। আমি যেন অবিকল 'কাফকা'র সেই নায়কের মতো রূপান্তরিত বিচ্ছিন্ন এক তেলাপোকা। দুই হাতে আগুনের ফুলদানী আঁকড়ে বসে আছি অসম্ভব যন্ত্রণার কাতরতা শুষে নিচ্ছে অন্তর্গত এক অনন্ত ঔদাসীন্য। দেখিনা কিভাবে খসে পড়া মাংসখন্ডগুলো ভাগাভাগি করে খায় কাক ও কুকুরেরা। বর্ণমালা লিখে যাচ্ছে প্রতিদিন আমার ব্যর্থতা ও আর্তনাদের দলিলগুলো আর আমি ক্রমশঃ নির্বাসিত হয়ে যাচ্ছি অন্তর থেকে অন্তরতমে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.