আমাদের কথা খুঁজে নিন

   

কি খাচ্ছি আমরা........ ???????????????

জীবন পাতার হিসেবের ঝুড়িটা যেন সবসময় খালি থেকে যায়।আমি কস্টে আছি, বাথ্যায় আছি তা বুঝে না...

সম্প্রতি চীনের কয়েকটি কোম্পানির গুঁড়ো দুধে রাসায়নিক পদার্থ মেলামাইন ধরা পড়ায় চীন সরকার তা নিষিদ্ধ করে৷ চীন সরকারের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৫৩ হাজার শিশু অসুস্থ হয়ে পড়েছে৷ এ পর্যন্ত অন্তত চারটি শিশুর মৃত্যু হয়েছে৷ চীন থেকে বাংলাদেশে আমদানি করা সান কেয়ার কোম্পানির 'বেবি সুইট' এবং ইয়াশলি কোম্পানির ইয়াশলি-১ ও ইয়াশলি-২ দুধে মেলামাইন ধরা পড়ায় সেখানেও তার বিক্রি নিষিদ্ধ করা হয়৷ সেখানকার একটি বেসরকারি পরীক্ষাগারে এসব পণ্যে মেলামাইনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে৷ একই কারণে প্রায় ডজনখানেক দেশে চীনে উত্‌পাদিত দুধ নিষিদ্ধ বা প্রত্যাহার করা হয়েছে । এদিকে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এম এম শওকত আলী জানিয়েছেন ক্যাডবেরি চকোলেটে বিষাক্ত মেলামাইন আছে কি না তা পরীক্ষা করার জন্য বাংলাদেশের মাণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি রাসায়নিক পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত ওই চকোলেট খাওয়া থেকে বিরত থাকার কথা বলেছেন৷ এর আগে ব্রিটিশ কোম্পানি ক্যাডবেরি তাদের চীনা কারখানায় উত্‌পাদিত চকলেট ও দুগ্ধজাত বেশ কিছু পণ্য প্রত্যাহারের ঘোষণা দেয়৷ গত সোমবার ক্যাডবেরির এক বিবৃতিতে জানানো হয়, চীনে গুঁড়োদুধে মেলামাইন পাওয়ার পর দেশটিতে ক্যাডবেরির কারখানায় উত্‌পাদিত চকলেট ও দুগ্ধজাত পণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে৷ ক্যাডবেরির চকলেট সামগ্রী বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও বেশ জনপ্রিয়৷ স্বাস্থ্য উপদেষ্টা শওকত আলী বার্তা সংস্থাগুলোকে বলেছেন, দুধে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেখানোর জন্য চীনের কিছু অসাধু ব্যবসায়ী প্লাস্টিক পণ্য উত্‌পাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ মেলামাইন দুধে মিশিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ ইতিমধ্যে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকটি জায়গায় ক্যাডবেরি চকলেট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ''এ চকলেটে মেলামাইনের মাত্রা কতটুকু আছে তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে‍৷ এ অবস্থায় আমাদের উচিত এটা পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া৷ বিশেষজ্ঞদের মতে, মেলামাইনের কারণে কিডনিতে পাথর, মূত্রনালীতে আলসার, চোখ ও চামড়ায় প্রদাহের মতো গুরুতর জটিলতা সৃষ্টি হতে পরে৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।