আমাদের কথা খুঁজে নিন

   

"সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ......।

বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনান্দের রূপসী বাংলা । এই কথা গুলি শুধু পাঠ্য পুস্তকে পড়লাম । আমার কাছে রূপ কথার গল্পের মত শুনায় । আমার বয়স ২৬ বছর । এখনও সোনার বাংলা দেখতে পেলাম না ।

ঘুম থেকে উঠলেই দেখি খবরের কাগজ । খবরের কাগজে হেড লাইন থাকে সন্ত্রাসের ছবি, ধষন , ছিন্তাই হরতাল ইত্তাদি । হাতিয়ার নিয়ে মহড়া দেয় , সেই গুলি খবরের কাগজে উঠে, জানি না সরকার কি করে । কি বা করবে , সরিষা খেতে ভুত থাকলে কি আর ভুত ছাড়নো যায়? বিশ্বজিত এর মত নিরহ মানুষ মেরে ফেলল, কিছুই হল না । এদেশে কোনো সরকার দেশের মানুষের ভাল চায় না ।

রাজনীতিবিদরা যে যে দলই করুক তারা নিজেরা তলে তলে এক। বাংলাদেশ কথাটা আসলেই ,বাংলাদেশ আওয়ামী লীগ্‌ শব্দ চলে আসে । কিন্তু তারা দেশকে কি দিল? কিছুই না। বড় বড় কথা বলে জনগনের ভোট নিয়ে কত গুলি আবাল দিয়ে সকার গঠন করে দেশের মানুষকে নাজেহাল করল । আমি আওয়ামী লীগ্‌ ও জামাতী ইসলাম কে আলাদা দেখি না, আওয়ামী লীগ্‌ মুক্তিযুদ্ধ নিয়ে আর জামাতী ইসলাম ধম নিয়ে ব্যবসা করে।

বিএনপি চোর বাটপার নিয়ে চলে । কাকে ভোট দিবে জনগন?? জনগন হল ছগলের তিন নাম্বার বাচ্চা। তারা সারা জীবন মার খাবে। আজ হরতাল । আমি হতবাক ।

রাজাকার , আল্-বদর যারা দেশে থাকার কথা না, তারা সারা দেশে হরতাল দিসে, এর চেয়ে লজ্জা আমাদের আর কি হতে পারে। যারা দেশের জন্য শহীদ হল ও যারা মুক্তিযোদ্ধা তাদের কাছে জবাব দেয়ার মত ভাষা আমার নেয়। আমরা আজও দেশের বীরদের সম্মান দিতে পারলাম না। যে জাতি বীরের সম্মান দিতে জানে না, সেই জাতীতে বীরের জন্ম হয় না। আজ মুক্তিযোদ্ধারা ফেরিওয়ালা, এর চেয়ে কস্ট আর কি হতে পারে।

রাজাকাররা দেশের পতাকা বহন করে, সংসদে যায় । মুক্তিযোদ্ধারা অভিমান করে দূরে সড়ে আছে। দেশ, জাতি আজ বড় অসহায়। এদের অন্ধকার থেকে আবার আলোতে নিয়ে আস্তে হবে । এখন বড় প্রয়োজন একজন নেতা, যে দেশ কে নিয়ে যাবে বিশ্বদরবারে।

হে নেতা তোমি কোথায় আছ পালিয়ে , একবার দেখা দাও জনসমুক্ষে, হাল ধরো দেশের । জাতিকে একত্র করো। আমরা দেখিয়ে দিতে চাই , আমরা হারবার পাত্র নয়। বিশ্বের দরবারে মাথা উচু করে দারাতে চাই...। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.