আমাদের কথা খুঁজে নিন

   

ডাবের মধ্যে কালোজাদু, বাজেয়াপ্ত করল পুলিশ

ডাবের পানির পুষ্টিগুণের কথা নিশ্চয়ই অনেক শুনেছেন। কিন্তু কালোজাদু জানে এমন ডাবের কথা নিশ্চয়ই কেউ শোনেননি কখনও। বিচিত্র এই ডাবের খবর এসেছে খ্যাতনামা মিরর নিউজে।

আশ্চর্য শোনালেও এমন একটি ডাবের খোঁজ পাওয়া গেছে। আর শুধু তাই নয়, ডাবটির কালোজাদুর কবল থেকে সাধারণ নাগরিকদের বাঁচাতে পুলিশ বাজেয়াপ্ত করেছে সেটি।

মালদ্বীপে খুঁজে পাওয়া একটি সাধারণ ডাবকে নিয়েই এই কাণ্ড। স্থানীয় লোকজন ডাবটির খবর পাঠায় পুলিশের কাছে। তাদের অভিযোগ ছিল নির্বাচনের ফলাফল পাল্টে দিতেই এই কালোজাদু লাগানো ডাবটি পোলিং স্টেশনের পথে ফেলে রাখা হয়েছে। এর পরপরই লোকজন হুমড়ি খেয়ে পড়েছে ডাবটি সম্পর্কে জানতে।

পুলিশ খবর পেয়ে অভিযোগকারীদের অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

ডাবটিতে কোন কালোজাদু নেই এটা প্রমাণ করতে সাদাজাদু দেয়া হয় ডাবে। কিন্তু কোনভাবেই মানুষজনকে বোঝাতে না পেরে শেষে ডাবটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।