আমাদের কথা খুঁজে নিন

   

কার দায়িত্ব?

আমি সাধারন
এটা আজকের প্রথম আলো থেকে নেয়া। শিরেনাম ছিলো "পোশাক শ্রমিকদের সন্গে পুলিশের সংঘর্ষ: মালিবাগে গাড়ি ভাংচুর, পুলিশের অস্ত্র খোয়া, আহত ৫০" ছবিটা খেয়াল করে দেখেন: একজন মহিলা হাতজোড় করেছেন। তাকে যেন লাঠি দিয়ে না মারা হয়, এই ভন্গিতে ডানপাশের দু'জন হাত বাড়িয়েছে। ভন্গিটা এমন যেন তারা বাধা দিতে চাচ্ছে। এখন খেয়াল করেন: ওই ভদ্রমহিলার পিছনে একজন ক্যামেরা নিয়ে দাড়িয়ে আছেন (মনে হচ্ছে সাংবাদিক)।

হয়তো ছবি তুলেছেন বা তুলবেন। এইরকম বা এরচেয়েও অনেক ভয়ংকর দৃশ্য আমরা প্রায়ই দেখি। আমার খুব জানতে ইচ্ছা করে: সাংবাদিকদের দায়িত্ব কোথায় শুরু? কোথায় শেষ? ঘটনার কোন পর্যায়ে গেলে একজন সাংবাদিক চিত্রগ্রহন বাদ দিয়ে একজন সাধারন মানুষের মত সাহায্যের হাত বাড়িয়ে দিবেন? (আমি বলছিনা যে, সাংবাদিকরা সাহায্যের হাত বাড়ান না। আমি বলছিনা যে, ওনারা অমানুষ। ইন ফ্যাক্ট, সংবাদ আছে বলেই আমরা তাজা খবর পাই।

.... বিভিন্ন ঘটনার বিবরন নেয়ার সময় একজন সাংবাদিকের মনের মধ্যে কি চলে? কখনো কি কোনো দ্বিধা হ্য় - ছবিটা তুলবেন কি তুলবেননা? ঘটনাটি কি ঘটতে দিবেন কি দিবেননা, এইসব আরকি....)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.