আমাদের কথা খুঁজে নিন

   

কলিগ বসের ইফতারির দাওয়াতে গেছিল

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমার সামনেই জলজ্যান্ত মিথ্যা কথাটা কলিগ বললো। ভাবী সামনে দাড়ানো। কলিগ বললো, ভাই স্যার কিন্তু এত খরচ না করলেও পারতো? আমি তো পুরা টাসকি মাইরা গেলাম। ব্লগারদের একটা ইফতারির আড্ডায় গেলাম ধাবায়, কলিগ ও আমি দুজন, কিন্তু এখন নিজের শরীরে চিমটি কেটে দেখতে হচ্ছে ঠিকই গেছি তো! ভাবী বললো, বসদের বস বস ব্যাপারস্যাপার! কলিগ বললো, বুঝলা, ধাবায় ইফতারি লইয়া আমরা কয়েকজন বইসা আছি, বস আসবে একটু পরে, এর মধ্যে ঐ যে গত বছর উপন্যাস লিখলো যে কলিগটা, মনে আছে, কি করলো শুনবা? ভাবী চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলো, কি? সবার সামনে খাওয়া শুরু করলো। কলিগ বলে। মাগরিবের আজান যখন শুরু হইছে তার আগেই তার প্লেট খালি! ভাবী বললো, আর তুমি? কলিগ বললো, আমি ততক্ষণে খেয়েদেয়ে তার তামশা দেখছিলাম চুপ করে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.