আমাদের কথা খুঁজে নিন

   

শ্যাম হরিণ...

আমার চোখে বর্তমান...

সামহোয়্যার ইন নেট লিমিটেডে জয়েন করার প্রথম দিকে আমাদের কোম্পানীর নামটা কাউকে বলতে গেলে বেশ অসুবিধা হতো। কেউই একবারে নামটা বুঝতে পেরেছিল মনে হয় না। বিশেষ করে ফোনে কাউকে বলতে গেলে তো শেষ। বুঝতে পারার পরে সবার কমন প্রশ্ন থাকত এমন নামের শানে নুযুল কি? বেশ কিছু মজাদার ঘটনা আছে এ সম্পর্কিত। ":কি নাম বললেন, সাবমেরিন?" ":সামহোয়্যার ইন বুঝলাম, কিন্তু ইন হয়্যার? :হেভেন... :ও, রিয়েলি, হাউ কিউট... তোমাদের কোম্পানীর নাম সামহোয়্যার ইন হেভেন?" "ও, বিদেশী ভদ্রলোকের নাম কি সাবারিন? কত আজগুবি নাম হইতে পারে দুনিয়ায়!" ইত্যাদি, ইত্যাদি... আজকে সন্ধ্যায় ব্লগে অলস সময় কাটাতে কাটাতে হঠাৎ মনে হল, লোকজন নামটিকে কত কিছু করল, কিন্তু শ্যাম হরিন কেউ বলল না। নাম হিসেবে শ্যাম হরিন অন্য অপসন গুলোর চেয়ে কম পিকিউলিয়ার হবার কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.