আমাদের কথা খুঁজে নিন

   

শ্যাওলা ধরে থাকা সময়



১১৬) শ্যাওলা ধরে থাকা সময় জানালার পাশে দাঁড়ালেই একটা দেয়ালের দিকে চোখ। নাম না জানা লতানো গাছগুলো আঁকড়ে ধরে থাকে দেয়ালটাকে। নানান রং এর ছোট ছোট ফুল বেগুনী রং এ চোখ আটকে যায়। সবুজের বুকে বেগুনী ছোট ছোট ফুল ছাপানো ফ্রকটা মনে পড়ে। বাতাসে ফ্রক উড়িয়ে বেড়ানো সেইসব দিন! দু'চোখের সামনে এসে দাঁড়ায় মায়াবী কৈশোর।

এক দুই তিন করে অজস্র স্মৃতিময় দুপুর। বুকের খুব কাছেই আটকে থাকে বিষাদ। এভাবে কতদিন ফিরে ফিরে যাওয়া কে জানে! যতদিন ভাবনাদের বাগানে সবুজের বুকে বেগুনী লাল এর সাথে হলুদ কেমন করে সেই ওপেন্টি বায়োস্কোপ খেলা সময়। চোখ ধরে রাখে ছেলেবেলার বন্ধুরা কপালে টোকা দিয়ে চুপ চলে যায় কেউ। অনেক অনেক সময় ধরে তাদের খুঁজে খুঁজে ফেরা।

গম্ভীর মুখে বসে থাকা খেলার সাথী অভিনয়ে সেরা কেউ কেউ তখন থেকেই। ভুল জনকে খুঁজে পেয়ে আবার ও খুঁজে ফেরা। তবু সেই ভুল ভালোবাসা দিন গুলো স্বর্ণালী আভায় মোড়ানো। মাইকে ভেসে আসা গান। লাল নীল সবুজ এবং আরো কত বর্ণালী কাগজের বাহারী সাজ।

মাইকে বাজতে থাকা নানান গান। গুন্জনের মত ভাসতে থাকে আমাদের কথাবলার শব্দ। কে বেশী কথা বলে ,কে বেশী হাসতে জানে কথায় কথায় কার কত খুশী ছড়ানো। চাইনা বিস্ম্বতি। চাইনা ভুলে যেতে।

শ্যাওলা ধরানো সময়ের সামনে সেই দেয়ালটা দাঁড়ায়। চোখ গেলো পাখি ডেকে যায় কোথায় থেকে। মনের এমন এলোমেলোতায় ঘুঘু ডাকা দুপুরে হৃদয় বড়ই উদাস হয়! সবুজের বুকে বেগুনী ছাপানো একটা ফ্রকের জন্য মন যে কেমন করে!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.