আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ব্লগিং এর ভূয়া ট্রেনিং এবং জালিয়াতি

http://a0.twimg.com/profile_images/2312651479/49wguq7ht3q8mqeupq3m.jpeg

কিছুদিন ধরে দেখছি, ঢাকায় কিছু লোক ব্লগিং এর ট্রেনিং দিচ্ছে। এটা একটা ভাল বিষয় এবং এর মাধ্যমে মানুষ ব্লগিং এর সম্পরকে ধারনা পাবে। কিন্তু খোজ নিয়ে জানা গেল, তারা কেবল গুগল এডসেন্স আর স্প্যামিং এর ফরমুলা মানুষকে শিখাচ্ছে। ১০০ ডলার আয় করার শপ্ন দেখিয়ে মানুষের কাছ থেকে ৳১০০০-২০০০ রেজিস্ট্রেশন ফি নেয়া হচ্ছে। কয়েকদিন আগে ঢাকার এক ব্লগ স্প্যামার আমার সাথে যোগাযোগ করে এবং আমাকে তাদের সাথে অংশিদার হবার জন্য প্রস্তাব দেয়। সে স্প্যামিং এর মাধ্যমে এডসেন্স এ ভাল আয় করে। এত কিছু সত্তেও তার উল্লেখযোগ্য কোন ব্লগ নেই কারন সে একজন স্প্যামার, এবং সে ফোরাম, চ্যাট রুমে স্প্যাম করে। আমার ব্লগ, ব্লগ করি ডট কমে, একটি সফল ব্লগ তৈরী করা শিখাই কিন্তু যারা মানুষকে শুধু শুধু প্রতারনা করছে তা তো ঠিক না। এভাবে মানুষ খুব দ্রুত ব্লগিং এর প্রতি নেগেটিভ হয়ে যাচ্ছে। দয়া করে আপনার মুল্যবান মতামত আমাকে জানান এবং কিভাবে আমরা এর প্রতিকার করব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।