আমাদের কথা খুঁজে নিন

   

ফান্দে পড়িয়া বগা কান্দেরে



এমনিতেই ট্র্যাফিক এর ভারে ঢাকা শহর কাইত হইয়া পরছে। গত কয়েকদিন ধইরা খেয়াল করলাম অনেক রাস্তায় আবার আগের মত গাড়ীর পাশাপাশি রিক্‌শা চলা শুরু করসে। আজকে অফিসে ঢুকসি ২৫ মিনিট দেরীতে। ঢাকা এমনিতেই ট্র্যাফিকের ভার নিতে পারেনা, তার উপর যদি রিকশা আর গাড়ী একই রাস্তায় চলা শুরু করে তাইলে কি হইতে পারে তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা না। রিক্‌শাগুলা নতুন কইরা বড় রাস্তা গুলায় নামানো টা কি ট্র্যাফিক পুলিশের নতুন কোনও পলিসি? আইজকা শুনলাম সরকার ট্র্যাফিক প্রবলেম রিসল্ভ করতে ২০ বছরের এক উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিছে।

আশার কথা। এইভাবে চলতে থাকলে ঢাকা বসবাসের উপযুক্ত কয়দিন থাকে সেইটা চিন্তা করার সময় আসছে। যদি সবাই ট্র্যাফিক রুল্‌ মাইনা চলতো আমার মনে হয় ঢাকা'র ট্র্যাফিক প্রবলেম অর্ধেক সল্ভ হইয়া যাইত। বাকিটার জন্যে দরকার ট্র্যাফিক সিস্‌টেমরে অটোমেশান, রাস্তা, স্থাপনা এইগুলার প্রপার প্ল্যানিং। আজকে বৃহস্পতিবার, তার উপর বৃষ্টির দিন।

আমার এক কলিগ্‌ অফিসের কাজে পেট্রোবাংলা যাইতে চাইছিলেন। গুলশান্‌ ২ নম্বর থেইকা ফিরা আইলেন ১ ঘন্টা পরে, জ্যামের জন্যে এর চেয়ে বেশী দূর যাইতে পারেন নাই। ট্র্যাফিক সিস্টেম ইমপ্রুভ করতে আপনাগো সাজেশান্‌ দ্যান।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.