আমাদের কথা খুঁজে নিন

   

ফান্দে পড়িয়া পেঁচা কান্দে(সাহায্য চাই)

স্বপ্ন দেখে যেতে চাই আমৃত্যু ... ! হোক না সে দুঃস্বপ্ন ... ! ক্ষতি কি ... ! আমি একটা ব্যাপারে ব্লগের বন্ধুদের কাছে সাহায্য চাই। আমার ডায়েরিতে অনেকগুলো লেখা (গল্প কবিতা )রয়েছে। এই লেখাগুলোকে ওয়ার্ড ডকুমেন্ট এ কিভাবে কনভার্ট করা সম্ভব? আমি লেখাগুলো ডায়েরি থেকে স্ক্যান করে jpg or pdf document করতে পারছি। কিন্তু তারপর jpg or pdf document ফাইল টা যখনি ওয়ার্ড ডকুমেন্ট করতে যাচ্ছি সেটা করা যাচ্ছেনা । কারন হাতের লেখা recognize করতে পারছেনা। এই অবস্থায় কি করা যায়? একটা দুইটা হলে ওয়ার্ডে নতুন করে লিখে ফেলতাম। কিন্তু অনেকগুলি লেখা । প্রায় ১০০ পৃষ্ঠার মতো। এখন করি কি ? এমন কোন সফটওয়্যার কি আছে যেটা দিয়ে হাতের লেখা (বাংলা) কালপুরুষ অথবা অন্য যেকোনো বাংলা ফন্টে কনভার্ট করা সম্ভব? যদি কারো জানা থাকে এই ব্যাপারে তাহলে প্লিজ সাহায্য করুন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.