আমাদের কথা খুঁজে নিন

   

আসুন নিজেকে ভালোবাসতে শিখি......

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

ছবিটি (সংগত কারণেই edit করা) ফেইস বুকে আমার ফ্রেন্ড লিস্টের এক ফ্রেন্ড পোষ্ট করেছিল।আমি অনেক শুনেছি মেয়েদের এই অভ্যাসের কথা,মানে হাত কেটে রাগ অভিমানের বহিঃপ্রকাশ ঘটানোর কথা।কিছু কাছের মানুষের মাঝেও এর প্রবণতা দেখেছি,কিন্তু এই ছবিটি দেখার পর আমি এতটাই হতবাক হয়েছি যে তা ভাষায় প্রকাশ করতে পারবনা।আমি বুঝিনা এ কেমন মানষিকতা!!! হতাশা আসতে পারে জীবনে তাই বলে এমন ভাবে!!!আমরা কেন ভুলে যাই জীবনটা অনেক বড়।কষ্ট আসবে ব্যার্থতা আসবে তাই বলে এমনটা কেন হবে?আমরা নিজেদের হয়ত নিজেরাই স্বম্মান করতে শিখিনি। নিজের উপর এমন অত্যাচার/মাদক এসব হতাশা থেকে মুক্তির উপায়না।সবার আগে স্বার্থপরের মত নিজের জীবনকে ভালোবাসতে হবে,তবেই এই জীবনের উপর পরিবার,সমাজ,দেশের কি পাওনা ,আর তা কিভাবে শোধ করা যাবে তার উপলব্ধি আসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.