আমাদের কথা খুঁজে নিন

   

শিয়ালের হাত থেকে বিমান বাচাঁতে



রানওয়েতে বিমান নামবে আর সে মূহুর্তেই দেখা গেলো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে শিয়াল। দুর্ঘটনা এড়াতে ঘুরিয়ে দিতে হয়েছে বিমানের মুখ। এমন ঘটনা মাঝে মাঝেই ঘটছে কলকাতা বিমানবন্দরে। এ নিয়ে চিহ্নিত বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বন দপ্তর উভায়েই। কিন্তু এতো গুলো শিয়াল ধরে কোথায় রাখবে ? পুনর্বাসনের জায়গা নেই।

তাই কোলকাতা বিমানবন্দর থেকে আপাতত শিয়াল ধরছেনা বনদপ্তর। তবে বিমান বন্দর কে নিরাপদ রাখতে শিয়ালের চলাচলের রাস্তা পরিবর্তন করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বনদ্প্তর। পর্যবেক্ষণ বন কর্মকর্তারা দেখেছেন শিয়াল গুলো বিমান বন্দরের ভেতরে থাকেনা, থাকে দেয়ালের বাইরে। কিন্তু খাবারের লোভে তারা ঢুকে আসছে বিমানবন্দরের ভেতরে। এসময়েই কখনো কখনো রানওয়ের ওপরে দেখা মিলছে তাদের।

রানওয়েতে নামার মুহুর্তে শিয়াল দেখে ঘুরিয়ে দিতে হয়েছে বিমানের মুখ। বিমানবন্দর কর্তৃপক্ষের অনুরোধে সম্প্রতি সেখানে একটি সমীক্ষা চালান ব্ন কর্মকর্তারা। দেখা যায়, দেয়ালের ফাঁক-ফোকর আর তলায় গর্ত করে শিয়ালেরা বাইরে থেকে বিমানবন্দরে যাতায়াত করে। এর পরই বনদপ্তর সিদ্ধান্ত নেয় দেয়ালের ফাঁক আর গর্ত গুলি ব্ন্ধ করা হবে। শিয়ারে হাত থেকে যাত্রীবাহী বিমান বাঁচাতে তাদের গতি পথ পরিবর্তন করার কথা ভাবছে বনদ্প্তর।

বিমানবন্দরের পাঁচিলের ফাঁক ও গর্ত বুজিয়ে অন্য রাস্তা প্রশস্থ করে সেখান দিয়ে শিয়ালদের যশোর রোড পর্যন্ত টেনে আনার চেষ্টা করা হবে । যশোর রোডের গায়ে যে হোটেল গুলো আছে তার উচ্ছিষ্ট খাবার ফেলা হয় রাস্তার এক পাশে। সেয়াল গুলো সেই দিকে আকৃষ্ট হলে বিমানবন্দরের সমস্যা আপাতত মিটে যাবে বলে আশা করছেন বনদপ্তরের কর্মকর্তারা। সূত্র ঃ আন্দবাজার পত্রিকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.