আমাদের কথা খুঁজে নিন

   

মৎস্য ভবণ গ্রামের দিকে স্থানান্তর করা হোক ...



রমনা পার্কের কাছে একটি ভবণ রয়েছে - তার নাম মৎস্য ভবন। অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের মতো এটি দেশ ও জাতির কল্যাণে কি কাজ করে- তা আমি জানিনা, জানার তেমন আগ্রহও নাই। কিন্তু ভবণটির নাম দেখে মনে হয় , দেশের মৎস্য সম্পদ নিয়ে এরা কাজ করে। যাদের কাজ মাছ নিয়ে- তারা এমন একটা জায়গায় থাকে- যার আশপাশে কোন পুকুর, জলাশয়, নদী এমনকি কোন খালও নেই। কাজেই এটা সহজে প্রতীয়মান হয় যে, তারা মৎস্য সম্পদ উন্নয়ণে কি ছেড়ে ... এমনিতেই ঢাকায় যানজটের শেষ নেই।

অতিরিক্ত জনসংখ্যার চাপে ঢাকা ভারাক্রান্ত। এই রকম কিছু প্রতিষ্ঠানকে অনতিবিলম্বে ঢাকার বাইরে স্থানান্তর করা প্রয়োজন। ঢাকার বাইরে নদী আছে, বা বড় কোন জলাশয় আছে - তার পাশে মৎস্য ভবণ থাকলে, সেটি দেখতে যেমন মানানসই হবে, তেমনি তারা অধিক কার্যকরী প্রতিষ্ঠানে রূপ লাভ করবে বলে আমার ধারণা। ঢাকার কনক্রিটের জঙ্গলের মধ্যে বসে, মৎস্য ভবণের আমলারা মাছের কী উন্নয়ণ করবেন??? .. এভাবে কিছু সরকারী প্রতিষ্ঠানকে ক্রমান্বয়ে ঢাকার বাইরে স্থানান্তর করলে ঢাকাতর উপর চাপ যেমন কমবে- তেমনি উন্নয়ণের বিকেন্দ্রীকরণ হবে। বায়তুল মোকরম থেকে শুরু করে স্টার সিনেপ্লেক্স - সব ‌মধু শুধু ঢাকায় রাখলে- ঢাকার উপর চাপ তো বাড়বেই।

... বিষয়টি নিয়ে সংশ্লিস্ট কর্তৃপক্ষের আশু মনোযোগ কামনা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.