আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে করার আগে নিজের কিছু যোগ্যতা যাচাই করে নিন।

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com

১। আপনি কতটা শিক্ষিত ২। আপনি কি পরিমান অর্থ উপার্জন করেন ৩। আপনি কতটা ধৈর্যশীল ৪। অন্যকে (বিশেষ করে মেয়েদের) কতটা বুঝতে পারেন ৫।

আপনি শারিরিকভাবে সুস্থ্য কি না ৬। অন্যের মতমতকে গুরুত্ব দিতে কতটা আগ্রহী ৭। প্রয়োজনে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে কতটা আগ্রহী ৮। অল্পতেই রাগ করেন, না কি ধৈর্যের সাথে পর্যবেক্ষন করেন ৯। রেগে গেলে তার বহিঃপ্রকাশ কি ভাবে করেন, যদি চিৎকার করেন বা মারামারি করেন সেটা আপনার জন্য খুবই আত্মঘাতী, গাম্ভীর্যের সাথে ঠান্ডা মাথায় বিষয়টাকে যতটা কৌশলে সমাধান করতে পারবেন আপনি ততটাই সফল এবং সুখী হতে পারবেন।

১০। অন্যের দোষ বেশী ঘাটাঘাটি করেন কি না ১১। অন্যের গুনকে কতটা মূল্যায়ন করেন ১২। সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগেন কি না ১৩। যৌতুককে ঘৃনা করেন কি না বেশীরভাগ পুরুষের মুখে শোনা যায় বউকে ভয় পায়।

উপরের গুনগুলো যদি আপনার মধ্যে থাকে তবে বউকে ভয় পাবার কোনো কারন আমি দেখি না। আসলে আমাদের বাংলাদেশের বেশীরভাগ মেয়েই সুখী সংসার গড়ার যোগ্যতা এবং মানসিকতা রাখে, বেপরোয়া টাইপের মেয়ের সংখ্যা খুবই কম। আর যে সব মেয়ে বিয়ের পর বেপরোয়া হয় সেটার জন্য কোনো না কোনো ভাবে পুরুষরাই দায়ী। মনে রাখবেন বাংলাদেশের বেশীরভাগ মেয়েরাই কিছুটা হলেও মানসিক নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে বড় হয়। আপনি একজন সক্ষম পুরুষ হিসেবে যদি একটি মেয়েকে প্রথম দিন থেকেই মানসিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পরেন তবেই আপনি পাবেন একটি সুখী সংসার, হোক না সে চাকুরীজীবি কিংবা ধনী গরীব যে কোনো পরিবারের সন্তান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.