আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারফেজ: একটি প্রিয় ব্যান্ড



ওয়ারফেজ। গতকাল একুশে টিভির একটা লাইভ প্রোগ্রামে কয়েক ঘন্টা ওদের গান শুনলাম। খুব ভাল লাগলো। অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখনো টিকে আছে আমার প্রিয় ব্যান্ড ওয়ারফেজ। যখন প্রথম ওয়ারফেজ শুনি তখন স্কুলে পড়ি সম্ভবত ১৯৮৯-৯০ এর দিকে।

প্রথম এলবামের 'একটি ছেলে', 'বসে আছি একা', 'বিচ্ছিন্ন আবেগ', 'কৈশর', 'হৃদয় আমার', 'বৃষ্টি নেমেছে' এই গান গুলি এত বিমোহিত করেছিলো যে গানগুলি এখনো মাঝে মাঝে শুনি। স্কুল পেরিয়ে কলেজ, ইউনিভার্সিটির পাট চুকিয়ে এখন কর্মক্ষেত্রে আমি। এখনো শুনে চলছি ওয়ারফেজ এর গান। সানজয়, বাবনা, কমল, টিপু এরা মূলত প্রথম থেকে ছিলো ওয়ারফেজে। সানজয়, বাবনা এখন আর নেই।

বালাম চলে যাওয়ায় মিজান আবার মেইন ভোকাল হিসেবে গাইছে ওয়ারফেজে। মিজানের গান গুলি শুনতে ভালো লাগে। বেসবাবা সুমন ও ছিল একসময়, ছিল জুয়েল যে এখন বাজায় মাইলস এ। "আলো" এলবামের 'আলো', 'বেওয়ারিশ', 'মৃতু্য এলেজি' এরকম বেশ কিছু দারুন গান আছে যেগুলি মিজান গেয়েছে। "অবাক ভালবাসা" এলবামে বাবনার গাওয়া 'অবাক ভালবাসা' আর 'যখন' গান দুটি তো অসাধারন।

যারা শোনেননি তারা মিস করেছেন। "অবাক ভালবাসা" এলবামের সানজয়ের গাওয়া 'নির্বাসন' গানটি আরেকটি জোস গান। 'ধুপছায়া", "অসামাজিক", "মহারাজ" এলবামগুলিতেও খুব ভালো কিছু গান আছে। ওয়ারফেজে কাল দেখলাম একদম পুরোনো দের মধ্যে টিপু আর কমল আছে। তবুও নতুনদের নিয়ে ওয়ারফেজ কাল অসাধারণ বাজালো।

লাইভ প্রোগ্রাম হওয়ায় বেডরুমে শুয়ে কনসার্ট দেখার একটা নতুন টাইপের আমেজ পেলাম। অনেকদিন কনসার্ট এ যাইনা। তবে সামনে ওয়ারফেজের কোন কনসার্ট পেলে যাওয়ার ইচ্ছা রাখি এখন। অভিনন্দন ওয়ারফেজ। (গান ও এলবামের নামগুলি স্মৃতি থেকে লেখা।

কোন ভুল থাকলে ক্ষমা প্রার্থী)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।