আমাদের কথা খুঁজে নিন

   

কলিগের নাম রমিজ স্পেস উদ্দিন, তবে বন্যা হলে স্পেস বেশী লাগবে!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কলিগের সব কিছুতে নাম চাই। যেমন মিটিং এর মধ্যে কিছু বলতে গেলে বলবে "আমার নাম সাহাজাদা রমিজ উদ্দিন আহমেদ সিকদার। "রমিজ" একটা গ্যাপ, তারপরে "উদ্দিন"! একসাথে না।" তারপরে বক্তব্য দেয়া শুরু করবে, "এই প্রজেক্টে এই সিজেনে সময় একটু বেশী লাগবে......।" ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে, সাহাজাদা সাহেব আপনার কি মনে হয় সময়টা কমিয়ে নিয়ে আসা সম্ভব! কলিগ একটা কাশি দিয়ে আবার নাম বলা শুরু করে, "সাহাজাদা রমিজউদ্দিন আহমেদ সিকদার বলছি, যদি বন্যার সম্ভাবনা না থাকে......!" এটুকু বলতে যেতেই পাশ দিয়ে ক্লায়েন্টদের একজন বলে উঠলো, রমিজ গ্যাপ উদ্দিন! কলিগ একটু থেমে বলে, এক স্পেস পরিমাণ। তারপরে বলতে থাকে, তবে বন্যা হলে বেশী লাগবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.