আমাদের কথা খুঁজে নিন

   

রিক্সাওয়ালা

পারভেজ

মিলটন ভাইয়ের কথা পুরোটাই সত্যি। রিক্সাওয়ালারা যা করে তা আমাদের জন্য এক কথায় অবিচার। আমাদের কোম্পানীতে বিদেশ থেকে ওনেক ইন্জিনিয়ার আসেন। কিছু দিন আগে সুইজারল্যান্ড থেকে ১ জন এলেন। নাম তার "আথোস"।

তাকে নিয়ে আমি ব্রাক সেন্টারের অপজিটে কাদেরিয়া টাওয়ার থেকে গুলশান ২ যাব, ঐখানে কোনো সিএনজি এই দুরত্বে যাবেনা। একটু হেটে গুলশান ১ এর দিকে এগিয়ে রিক্সা নিলাম। রিক্সায় উঠেই আথোস বোলল সে কোনোদিন রিক্সায় উঠেনি। রিক্সাওয়ালার কষ্ট দেখে সে বলল, "আমরা খুব ভারী। ওর টানতে কষ্ট হচ্ছে।

" রিক্সা আমাদের গুলশান ২ এর ওয়ান্ডারল্যান্ড এর সামনে নামাল। আমরা ভাড়া দিলাম। আথোস রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ১টা স্যালুট দিলো আর বলল "থ্যাক ইউ স্যার"। আমি খুব অবাক হয়ে ছিলাম। পরে চিন্তা করে দেখলাম আসলেই তো ঠিক।

কিন্তু রিক্সাওয়ালারা নিজেরাই নিজেদের মার খাওয়ায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।