আমাদের কথা খুঁজে নিন

   

রিক্সাওয়ালা

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি।

লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন

"অই রিক্সা, যাইবা?"
"জ্বী আফা, যামু, উডেন, উডেন। " আরাম করে সিগারেট টানছিল রিক্সাওয়ালা। সে হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে লজ্জিত ভাবে বলল।
যেতে যেতে বললাম, "সিগারেটটা ফেলে দিলেন যে! টাকা দিয়া কিনেন নাই?"
লইজ্জা দিয়েন না আফা।

খুব খারাপ নেশা, গোপনে খাওয়াই উচিৎ। আফনেগোর সামনে দ ইডা খাওয়া অক্করেই ঠিক না। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।