আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষয়িষ্ণু অনুভব-২৮



ক্ষয়িষ্ণু অনুভব-২৮ আমি প্রথম আষাঢ় ছুয়েঁছি অবলীলায় এবং তাহার ফেলে যাওয়া প্রচ্ছন্নতায় বার বার খুজেঁছি অস্পষ্ট মেরুকরন নামতেই তুলে নেই বিন্দু ; অন্য বিন্দু হতে বিন্দুন্তর ঘটেছে পালাবদল ; ঋতুবদল অনুভবে দীর্ঘকায় প্রচ্ছদ আমি ধীরে ধীরে ছুয়েঁছি তাহার পরিচ্ছদ এবং অসামান্য মুগ্ধতায় একটি পোড়া বাড়ী পেট্রল পুড়েছে যেখানে যত্রতত্র অহরহ গলেছে সীসা ; গ্যাসোলিন আগুনে বার বার জ্বলেছে জোনাক তবু ও কাপঁছে হৃদয় ; ক্ষরন হতে অন্য ক্ষরন দিনান্তে রিম ঝিম বৃষ্টিতে বেড়েছে ঘনত্ব যেমনটা ভিজেঁ গেছে অপরাজিতা আমি ছুয়েঁ নেই তাহার রুপালি নুপুর যখনি এই অন্য বেলায় একাকী একজন সরে যেতে থাকে ক্রমশ দুর বৃষ্টি পাতনে - জাভেদ আকতার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.