আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে একটি ইংরেজী চ্যানেল কি অতীব জরুরী নয়?

I realized it doesn't really matter whether I exist or not.

গত শনিবার প্রথম আলোর সাথের ম্যাগাজিন ছুটির দিনেতে প্রকাশিত বিশেষ রচনাটি সম্ভবত অনেকেই পড়েছেন। সেখানে উল্লেখিত একটি বিষয় আমার নজর কেড়েছে। বিষয়টি এরকমঃ বহির্বিশ্বের অনেকেই এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক বাসিন্দাই বাংলাদেশের অবস্থান সম্পর্কে ততটা জ্ঞান রাখেনা। নর্থ-সাউথ ইউনিভার্সিটি থেকে বিদেশের কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিতর্ক প্রতিযোগিতায় আনার জন্য গেলে তারা নাকি অবাক হয়েছে। তারা নাকি ভাবে, বাংলাদেশ বন্যার মত নানা প্রাকৃতিক দুর্যোগে প্রায় ধ্বংসস্তুপের মত কিছু একটা।

এই দেশে রাস্তাঘাট আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা এই নিয়েও তারা সন্দিহান। আশ্চর্য, বাংলাদেশে এত এত চ্যানেল ও মিডিয়া থাকতেও বিদেশী নাগরিকদের এই ভুল ধারণা থাকে কিভাবে? এটা কি আমাদেরই ভুল নয় যে আমরাই তাদের বোঝার উপযোগী করে বাংলাদেশের সৌন্দর্য ও এর সংবাদ প্রকাশ করি না? অনেকদিন ধরেই আমার কেন যেন মনে হচ্ছিল বাংলাদেশের মিডিয়াগুলোর একটি অংশ ইংরেজীতে করা উচিৎ। সম্পূর্ণ একটি চ্যানেলই বের করা যেতে পারে যাতে সব কিছুই বাংলাদেশের হবে, পার্থক্য হবে শুধু এই যে, সেটার কার্যক্রম হবে ইংরেজীতে। এতে করে বহির্বিশ্বের মানুষ কিছুটা হলেও বুঝতে পারবে এবং দেখতে পারবে বাংলাদেশকে। যদিও প্রায় প্রতিটি টিভি চ্যানেলেই ইংরেজীতেও সংবাদ প্রচারিত হয়, কিন্তু কার এত ঠেকা, টাইম-টেবিল করে বাংলাদেশের খবর দেখতে বসবে? পাশ্ববর্তী দেশ ভারতের দিকে লক্ষ্য করলে দেখা যাবে, তাদের প্রতিটি চ্যানেলেই হিন্দি-ইংরেজীর মিশ্রণ রয়েছে।

যদিও তাদের সম্পূর্ণ ইংরেজীতে তৈরী কোন চ্যানেল আছে কিনা তা আমার জানা নেই। তবে আমার বিশ্বাস, ইংরেজীতে টিভি চ্যানেল তৈরী করলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি কমবে না বরং বাড়বে। আপনার কী ধারণা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.