আমাদের কথা খুঁজে নিন

   

হার্ড ড্রাইভ ফরম্যাটের পর পূর্ববর্তী ফাইল ওপেন করব কি ভাবে

ভাল করতে চাই, সবাই কে ভাল দেখতে চাই সমস্যা টা অনেক দিন আগের কিন্তু খুব একটা গুরুত্ত দেয়া হয়নি কারণ তখনও আমার ক্ষতির মাত্রাটা বোঝা হয়নি। আজকে যখন একটি অডিও ফাইল রান করব তখনই ব্যাপার টি লক্ষ্য করলাম। আমার ছবি, ডকুমেন্ট, গান সব মিলিয়ে প্রায় ১৫-২০ জিবি ফাইল ওপেন করতে পারছি না। একটি ওয়ার্ড ফাইল ওপেন করতে গেলে বলে Word cannot open the document: user does not access privileges.তেমনি একটি ছবি ওপেন করলে বলে Windows photo viewer can't open the picture because you don't have correct permissions to access the file location। সমস্যা শুরু হয়েছিল শেষ বার যখন উইন্ডোস সেটআপ দিয়ে ছিলাম তখন থেকে ।

তবে আমার ধারনা সমস্যা শুরু হয়েছে সেট আপ দেয়ার আগে যখন আমি প্রতিটি ড্রাইভ NTFS ফরম্যাট দেই তখন থেকে। ফরম্যাটের সময় এক ড্রাইভের ডেটা অন্য ড্রাইভে কপি করে রেখেছিলাম। ফরম্যাটের পর আবার সব ডেটা পূর্বের ড্রাইভে সরিয়ে আনি। উদাহরণ স্বরূপ E ড্রাইভ ফরম্যাটের সময় E ড্রাইভের সমস্ত ডেটা F ড্রাইভে কপি করে রাখি.ফরম্যাটের পর F থেকে E তে ফিরিয়ে আনি। এ ভাবে বাকি ৩ টা ড্রাইভ।

এবং পরবর্তীতে উইন্ডোস সেটআপ দেই। এর পর থেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছি । ফাইলগুলো আর খুলতে পারছিনা । কিভাবে আমি ফাইলগুলো আবার ব্যবহার করতে পারি এ ব্যাপারে কেঊ কি সাহায্য করতে পারেন?খুব ঊপকার হতো । ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.