আমাদের কথা খুঁজে নিন

   

আত্মঘাতী ছোরার ঝিলিক



স্তব্ধতার মাঝে গান শোনে জীবনের নিজস্ব লিরিক শব্দের উৎসবে শুধু নীরবতা ভাঙে,রহস্য ভাঙে না। সমস্ত ঘুমের ভেতর আলো যা সঞ্চিত উজাড় রাতের চিরল বুকে শুধু সঞ্চিত অশ্রুর খোঁয়ারি ঘুম। পথে পথে সকরুণ স্বপ্নের অপব্যয়,গোপন অসুখ জীবনের গোপন ব্যর্থতা গান কেমন লুকিয়ে লুকিয়ে রাখা - হাসির আড়ালে শৈলী সুষমায় ব্যথিত জীবন তিক্ত হৃদয় বলে;পাথরচাপা কষ্ট মনচোরা পথে নষ্ট। জীবন লুকানো তাই আঁধারের বুকে,কেবলই বাড়ছে ঋণ চৈতন্যের তৃষ্ণা পুরো আয়ুকাল জুড়ে কেটে যায়... নিঃসঙ্গ বিরহী মন সুপ্তির কাঁথায় খোঁজে ওম জোছনার আড়ালে লুকিয়ে আছে,আত্মঘাতী ছোড়ার ঝিলিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।