আমাদের কথা খুঁজে নিন

   

আত্মঘাতী বোমায় ২৫ জন আহত, নিহত ১৩

আমি সত্য কথা বলি বুধবার রাতে এ বোমা হামলার ঘটনায় কয়েকজন শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে পাকিস্তানে। বৃহস্পতিবার পাকিস্তানে উন্নয়নশীল আট দেশের ‘ডি-এইট’ সম্মেলন শুরু হতে যাওয়ার ঠিক আগেই এ বোমা হামলার ঘটনা ঘটলো। করাচি শহরে শিয়া মুসলিমদের এক জমায়েতে দু’টি বোমা বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই রাওয়ালপিন্ডিতে বোমা হামলার ঘটনাটি ঘটে। তবে এখনো এসব বোমা হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। বিস্ফোরণে রাওয়ালপিন্ডির একটি শিয়া মসজিদের দেয়ালে গর্তের সৃষ্টি হয় বলে প্রতিবেদনে জানানো হয়।

ঘটনাস্থলের আশেপাশে বিক্ষিপ্তভাবে হতাহতদের শরীরের বিভিন্ন অঙ্গ পড়ে থাকতে দেখা যায়। তবে বিস্ফোরণের পরেও কয়েকশ’ শিয়া মুসলিম মিছিল অব্যাহত রাখে বলে জানানো হয়। পাকিস্তানের শিয়াদের ওপর কট্টরপন্থী সুন্নি মুসলমানদের হামলা সাম্প্রতিক সময়ে বেড়েছে। শিয়াদের অমুসলিম বলে মনে করে থাকে কট্টরপন্থীরা। কট্টরপন্থী এসব হামলাকারীদের সঙ্গে আল-কায়েদার সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হয়।

তবে আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনী বেশ কয়েকবার জঙ্গিবিরোধী অভিযান চালালেও এ ধরনের জঙ্গি হামলা থামানো সম্ভব হয়নি দেশটিতে। এর আগে বুধবার কোয়েটা শহরে এক বোমা বিস্ফোরণে তিনজন সেনা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানিয়েছিলেন কর্মকর্তারা। ওই ঘটনায় ১৬ জন নিহত হয়। পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণœ করার উদ্দেশ্যেই ডি-এইট সম্মেলনের ঠিক আগে এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। বৃহস্পতিবার শুরু হওয়া সম্মেলনে ইরান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং বাংলাদেশের অংশ নেওয়ার কথা রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।