আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে শিক্ষায় প্রথম ত্রিপুরা

এই অবস্থানে আসতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালাকে (৯৩ দশমিক ৯১ শতাংশ) পেছনে ফেলেছে ত্রিপুরা। রোববার ত্রিপুরার প্রাদেশিক রাজধানী আগরতলায় রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সরকার এই সাফল্যের ঘোষণা দেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়। আন্তর্জাতিক শিক্ষা দিবসের এক অনুষ্ঠানে ঘোষণাটি দেয়ার সময় তিনি বলেন, “শিক্ষা ক্ষেত্রে ভারতের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা প্রথম স্থানে উঠে এসেছে। ২০০১ সালের শুমারিতে আমরা ছিলাম ১২তম স্থানে, আর ২০১১’তে চতুর্থ স্থানে।” তিনি জানান, ২০১১ সালের শুমারি অনুযায়ী শিক্ষার হার ৮৭ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণের পর আট জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজ্য সরকার একটি জরিপ চালায়। তাতে দেখা যায়, রাজ্যের ৩৭ লাখ বাসিন্দার মধ্যে মাত্র ১ লাখ ৩১ হাজার ৬শ’ ৩৪ জন মানুষ অক্ষরজ্ঞানহীন। এদের মধ্যে ৫০ এবং তদূর্ধ্ব মানুষের সংখ্যাই বেশি। মানিক সরকার জানান, রাজ্য সরকার মনে করে ভারতীয় পরিসংখ্যান সংস্থার চূড়ান্ত প্রতিবেদন পেতে পেতে রাজ্যের শিক্ষার হার ৯৬ শতাংশ ছাড়িয়ে যাবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.