আমাদের কথা খুঁজে নিন

   

কূটনীতিকদের সঙ্গে বিএনপি'র বৈঠক

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সোমবার বিকালে গুলশানের হোটেল হ্যারিটেজে এই বৈঠক হয়। বৈঠকে আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে কূটনীতিকদের কাছে নিজেদের দাবি ও অবস্থান তুলে ধরেছে দলটির নেতারা।

বৈঠকে ফ্রান্স, জার্মানি, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, স্পেন, সৌদি আরব, ভ্যাটিক্যান সিটি ও  ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, নেপাল, সিঙ্গাপুর, মরক্কো, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, ফিলিস্তিন ও নেদারল্যান্ডসের কূটনীতিকরাও বৈঠকে অংশ নেন।

বিকাল সোয়া ৩টা থেকে এক ঘণ্টার বৈঠকে আগামী নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরা হয়। বিএনপির  ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী অংশ নেন।

সূত্র জানায়, বৈঠকে আগামী নির্বাচন, নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রয়োজনীয়তা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংলাপ নিয়ে বিএনপি'র দলীয় অবস্থান তুলে ধরা হয়। এ সময় রাষ্ট্রদূত ও কুটনীতিকদের নানা প্রশ্নের জবাব দেন বিএনপি নেতারা। সংবিধান অনুযায়ী,  আগামী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে বর্তমান সরকারের অধীনে নির্বাচনের বিরোধীতা করে বিএনপি নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।

উল্লেখ্য, দুই দলের এই অনড় অবস্থানের কারণে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির আশঙ্কায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সংলাপ ও সমঝোতার তাগিদ দেয়া হচ্ছে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.