আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিম এইড ও জামাতিদের মুক্তিযোদ্ধা হয়ে উঠার নীল নকসা



গত দুই দিন ধরে রেজোয়ানকে মানব দরদী ফেরেশতা বলে ব্লগে কিছু লেখক পোস্ট দিয়ে তার সাথে জামাতিদের কি সম্পর্ক এবং জঙ্গীবাদের কি সম্পর্ক তার প্রমান ও চাইছিলেন। ইউ টিউবে এক ভিডিও প্রমান দেখলে নিশ্চই সকলের কাছে বিষয়টি পরিস্কার হবে । প্রিয় ব্লগার খেয়াল করুন । ভিডিওটিতে চ্যানেল এস টেলিভিশনের মাধ্যমে জামাতীরা ৩৭ ফর ৩৭ অনুষ্ঠানের (অর্থাৎ স্বাধীনতার ৩৭ বছরে মুক্তিযোদ্ধাদের সহায়তায় ৩৭ পাউন্ড দান করুন !! ) মাধ্যমে স্বাধীনতার লেবাস পড়তে চেয়েছিলো । রাজকাররা মুক্তিযুদ্ধাদের সহায়তায় বাড়ী নির্মান করে দেবে বলে লোভ দেখাচ্ছিলো।

রাজাকারদের মুখে মুক্তিযুদ্ধাদের পুর্ণবাসন কতটুকু হিপক্রেসী পাঠক আপনারই বিচার করবেন। মুসলিম এইডের সাবেক চেয়াম্যান ও বর্তমান ট্রেজারার স্বীকৃত রাজাকার চৌধূরী মঈন উদ্দীণ , ব্যরিষ্টার রেজোয়ান ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হামিদ হোসেন আজাদ সকলে মিলে মুক্তিযুদ্ধাদের সহযোগীতার নামে নিজেদের পূনর্বাসনের চেষ্টা চালাচ্ছিলো। এই অনুষ্ঠান প্রবাসীরা সফল হতে দেয়নি। চাপের মুখে চ্যানেল এস টেলিভিশন ৩৭ ফর ৩৭ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। http://www.youtube.com/watch?v=ElRktBec6HU প্রিয় পাঠক ইউটিউবের ২:২৫ মিনিট টাইম লাইনের এই ভিডিওটি দেখুন।

হামিদ হোসেন আজাদ , এবং জামাত শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অসহায় ঘূর্ণী দূর্গত মুক্তিযুদ্ধাদের সহায়তায় কাজ করছেন , ডাবল স্ট্যান্ডার্ড হলো এই হামিদ হোসেন ও চৌধূরী মঈন উদ্দীণ গংরাই একাত্তরে মুক্তিযুদ্ধাদের হত্যা করেছেন এখন একই ভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তার নামে নিজেরা পূণবাসিত হবার চেষ্টা করছেন ! একই ভিডিওতে রেজোয়ানকে ও দেখা যাচ্ছে । আমার প্রশ্ন অন্য কোন রাজনৈতিক দলের কোন সদস্যদের সাথে রেজোয়ানকে কেন দেখা যায় না?? একজন প্রেজেন্টারের তো সকল দল মত নির্বিশেষে সব ধর্মের মানুষের সেবায় নিজেকে আত্ননিয়োগ করার কথা ছিলো ? রেজোয়ান সেটি করেনা। কারন তিনি তথা কথিত জামাতী দোসরদের মূখপাত্র হিসাবে কাজ করছেন বলেই সাধারণ মানুষের এতো সন্দেহ । আমি আরেকটি ফুটেজ দেখতে চাই যেখানে কোন ধর্মীয় লেবাস নেই...নেই কোন গোষ্টী বা রাজণৈতিক দলের স্তুতি ...নেই চৌধূরী মইন উদ্দিণ , নেই হামিদ হোসেন আজাদ. নেই মুসলিম এইডের মতো বিতর্কিত সংগন সেখানে রেজোয়ান তার সাহায্যের হাত বাড়িয়েছেন। তখন না হয় এক জন রেজোয়ানের বদলে যাওয়া নিয়ে আরেকটা পোস্ট দেবো।

আমিও আপনাদের মতো ব্যরিষ্টার রেজোয়ানের উপর এই অমানুষিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত দাবী করছি। নিন্দা জানাচ্ছি তার উপর বর্বরোচিত এই হামলার। তবে জনাব রেজোয়ানকে স্পষ্ট করে বলতে হবে তাকে ঠিক কি কারনে এয়াপোর্টে গ্রেফতার করা হয়েছিলো, কেনই বা তাকে মুচলেকা দিতে হয়েছিলো?? গত দুই দিনের সামগ্রীক আলোচনা থেকে আমরা কোন ভাবেই মানতে পারছিনা শুধু মাত্র অনুমতি ছাড়া প্রবেশ করার কারনে তাকে এভাবে নির্মম ভাবে পেটানো হলো ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.