আমাদের কথা খুঁজে নিন

   

দেশী টিভি চ্যানেলগুলোর মধ্যে বেশী জনপ্রিয় কোনটি?

কেএসআমীন ব্লগ

বর্তমানে বেশ কয়েকটি বাংলাদেশী প্রাইভেট টেলিভিশন স্যাটেলাইট চ্যানেল আছে আমাদের দেশে। এর কয়েকটি আবার প্রবাসী বাঙালীরা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে দেখতে পারছেন। এসব চ্যানেলের অনুষ্ঠানের মানও বেশ আশাব্যাঞ্জক, দর্শকও প্রচুর। অনুষ্ঠানের মান, প্রচারিত সংবাদ, বিষয় বৈচিত্র, ট্রান্সমিশন কোয়ালিটি ইত্যাদি বিবেচনা করে টিভি চ্যানেলগুলোকে নাম্বারিং করা যেতে পারে। আমার মতে বর্তমান মানের প্রেক্ষিতে চ্যানেলগুলোকে ক্রমানুসারে এভাবে আমরা উল্লেখ করতে পারি... ১) ইটিভি ২) চ্যানেল আই ৩) চ্যানেল ওয়ান ৪) বাংলাভিশন ৫) এনটিভি ৬) এটিএন বাংলা ৭) আরটিভি ৮) বৈশাখী ৯) বিটিভি ১০) ইসলামী টিভি প্রিয় ব্লগার বন্ধুরা তাদের মতে মানের ক্রম-টা মন্তব্যে উল্লেখ করতে পারেন। (সেরা চ্যানেলটি প্রথমে উল্লেখ করে তারপর ক্রমানুসারে লিখতে হবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।