আমাদের কথা খুঁজে নিন

   

সলিমুল্লাহ খানের লেখা প্রসঙ্গে



কালের খেয়া ৩০ সেপ্টেম্ভর, ২০০৫ সংখ্যায় প্রকাশিত মহাত্মা সলিমুল্লাহ খানের বিশষ রচনাটি, আমার মতো শিক্ষানবিশ পাঠকদরে জন্য তৃপ্তিদায়ক। জনাব খান তাঁর আলোচনায় ইসলাম ও সন্ত্রাসবাদের মতো দুটি পরষ্পরবিরোধী বিষয়কে ব্যাখ্যা করতে গিয়ে মধ্যষাটের দশক থেকে সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে নিজের স্বকীয় লেখনী দিয়ে লড়াই করে যাওয়া মানবমুক্তি সংগ্রামের অকুতোভয় সৈনিক এডওর্য়াড সাঈদ ও এদশেরে বুদ্ধিবৃত্তিক জগতে খানকিটা অপরচিতি আলজেরীয় মুক্তিসংগ্রামের লড়াকু সৈনিক একবাল আহমদেকে নতুন করে পরচিয় করে দিয়েছেন। পুরো রচনা পাঠ করে তৃপ্তি ও অতৃপ্তির জায়গাগুলো ঠুকে রাখার লোভ সামলানো গেলো না। স্বীকার করতে দ্বিধা নেই এই দুই মহারথীর সর্বোচ্চ যৌথ সাফল্য সম্ভবত ইসলাম ও মুসলমি জনগোষ্ঠী সর্ম্পকে পশ্চিমা প্রপাগান্ডাকে মিথ্যা প্রমাণ করা। এডওর্য়াড সাঈদ-ই প্রথম দেখাতে পেরেছেন কেন পাশ্চাত্য ও ইসলাম এই দুই বষিয়কে আলাদা করে দেখা হয়, কেন ওসামা বিন লাদেন ও তার অনুসারীদরে এমন একটি গোষ্ঠী হিসেবে দেখা হয়না যেমন দেখা হয় গায়ানার রেভারেন্ড জিম জোন্স কিংবা জাপানরে ওম শিনিরিকিও এবং তার অনুসারীদরে।

কথা হচ্ছে ইসলামকে মৌলবাদী ও যুক্তবির্বিজতি হিসেবে দেখানোর প্রয়াসটা মুসলমি প্রধান জনগোষ্ঠীর উপর পশ্চিমাদের নিয়ন্ত্রণ ও হামলার জন্য একান্ত প্রয়োজন হলেও, ২০০৫ সালরে ১৭ই আগস্ট ঘটনার রশে ধরে আমাদরে দেশের র্শীষস্থানীয় পত্রিকাগুলো ইসলামি জঙ্গি তকমা লাগিয়ে ব্যাপারটাকে ইসলামিকরন করছে বলে যে দায় তিনি চাপালনে তা আমার কাছে খানকিটা অগ্রহণযোগ্য। পত্রিকাওয়ালারা ইসলামকিরনরে কেউনা। তাঁরা সওদাপাতির স্বার্থে জনপ্রিয় বুলিটিরই প্রতনিধিত্ব করতে পারে শুধু। আমার ধারণা পার্থিব ও অপার্থিব লোভে উদ্বুদ্ধ হয়ে সুস্থ চিন্তারহিত একটি জঙ্গিগোষ্টী এধরণরে ঘটনা ঘটালেও তার দায় আংশকিভাবে সবার উপরই পড়ে বৈকি। কারণ নানা ইসলামরে নানা পথ।

ইসলাম এমনটি করতে বলেছে কি বলে নাই তাঁর ব্যাখ্যা বহুজন বহুভাবে দিতে থাকলে দোষটা শেষমেষ কার উপর বর্তাবে তা নির্ণয় করা খুবই মুশকলি। জনাব খান এক জায়গায় লিখেছেন, নাসারাদের মতন এসলামের কি কোন পোপ বা পিতৃতুল্য ধর্মগুরু আছেন যিনি বলে দিবেন এইভাবে বোমা কিংবা আত্মঘাতী আক্রমন পরিচালনা করা এসলামের বিধান? এই ধরনরে উক্তির ফলে তিনি বার্লুসকোনদিরে কথিত পাশ্চাত্য সুপিরিওরিটি ধারণারই প্রতফিলন ঘটালেন। বার্লুসকোনি মন্তব্য করেছিলেন, আমাদের মোর্জাট আর মিকেলেঞ্জেলো রয়েছে কিন্তু "তাদের" তেমন কেউ নেই! শেষ র্পযন্ত তাঁকে ক্ষমা চাইতে হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.