আমাদের কথা খুঁজে নিন

   

কামারুজ্জামান

স্বপ্ন কিন্তু একাই দেখব

কামারুজ্জামানের মুক্তিযোদ্ধা হত্যার ভিডিও সেনাপ্রধানের কাছে একাত্তরে আল বদর বাহিনীর কমান্ডার ও বর্তমানে জামায়াত নেতা কামারুজ্জামান কর্তৃক শেরপুরের মুক্তিযোদ্ধা মোস্তফাকে নৃশংসভাবে হত্যা ঘটনার একটি ভিডিও সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদকে প্রদান করা হয়েছে। গত বছর ৫ ডিসেম্বর ঢাকায় সেনা সদর দফতরে সাক্ষাৎ করে জেনারেল মইনকে ভিডিওটি প্রদান করেন নিউইয়র্কের লেখিকা এবং বাংলা হলোকাস্ট এন্ড নাৎসি রিসার্চ সেন্টারের প্রধান ডা. মিনা ফারাহ। গত ১৪ জানুয়ারি বার্তাসংস্থা এনাকে তিনি একথা জানান। ডা. মিনা ফারাহ জানান, ওই ভিডিওটি তিনি শেরপুরে গিয়ে সংগ্রহ করেন। একাত্তরে শেরপুর শহরে তাদের বাড়িতেই আল বদর বাহিনীর ক্যাম্প করা হয়।

সে ক্যাম্পের অধিনায়ক ছিলেন কামারুজ্জামান। তার সহযোগী রাজাকার মোহন এখনও বেঁচে রয়েছে। মোহন জবানবন্দিতে স্পষ্ট বলেছে কামারুজ্জামানের পৈশাচিকতার অনেক অজানা তথ্য। এই ভিডিওটি কামারুজ্জামানের যুদ্ধাপরাধের প্রধান সাক্ষী হতে পারে বলেই ডা. ফরাহ সেনাপ্রধানের কাছে এটি হস্তান্তর করেন। একইসঙ্গে তিনি ন্যুরেমবার্গ ট্রায়ালের ভিডিওর কপিও প্রদান করেন বলে জানান।

সুত্র: দস্যু বনহুর মজার ব্যাপারতো। যে ভাবে লেখা আছে সেটাতে বুঝা যায়, কামারুজ্জামান মুক্তিযোদ্ধা হত্যা করেছেন একাত্তরে, আর সেটার ভিডিও আছে ড: মিনা ফারাহর কাছে। খুব দেখতে ইচ্ছা করছে ভিডিও টা। শেরপুরে ওই সময় কারো ভিডিও ক্যামেরা ছিল নাকি? আসলেই বুঝতে পারলাম না। আমি আবার টিউব লাইট কিনা!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.