আমাদের কথা খুঁজে নিন

   

চাকা কইলো, আমারে ছাড়...রিশকায় কইলো, যা দিলাম ছেড়ে..আমি কইলাম, হইলো কি? গেলামতো পড়ে..একটুর জন্য রক্ষা অবশেষে...

পরির্বতনের সময় এখন....

কার্য শেষে কার্যস্থল থেকে বের হয়ে চিন্তায় ছিলাম রিশকা চালকদের কোন দাপটে পড়ি? তয় বজ্রপাতের মতই মানুষ সমেত রিশকা আমার সামনে হাজির।চিন্তা না করিয়া উঠিয়া পড়িলাম পাছে না আবার বিলম্ব হয়। কাজ নাই তো খই ভাজ তাই পরিচিতজনের সাথে শুরু হলো কুশুল বিনিময়। তবে খই ভাজার কাজ বেশীদূর যেতে পারেনি হঠাৎ অনুভব করিলাম..একটা ঝাকি, ভাবিলাম ঢাকার রাস্তার নিপুন হাতের কারুকাজের কোন গর্তের মধ্যে চাকা খানা পড়িল?!!! এইবারও সময় বেশী দেয়নি..তার আগেই গদি ছাড়িয়া পিচঢালা পথে আমার গমন। শাররীক কসরত করিয়া নিজেকে ঠিক রাখিয়া ঠায় দাড়ালাম আরো দুই যানের মাঝে। পাশের ভদ্রলোক গদি ছাড়িয়া হাটু গাড়িয়া বসিয়া পড়িলেন পিচ ঢালা পথে। দুই যানের মাঝে নিজেকে সুস্থ আবিষ্কার করার পর ভাবিলাম এ যাত্রায় রক্ষে ...শোকর কর ..শোকর করিলাম মনে মনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।