আমাদের কথা খুঁজে নিন

   

নদীর মাঝখানে বসে যতসব ব্লগর ব্লগর..

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

চাঁদপুর থেকে লঞ্চে করে ফিরছি। বিশাল লঞ্চ... প্রায় পুরোটাই এসি করা। প্রতিটি ক্লাসেই টিভিতে মুভি চলছে। আগেরবার যতবার গিয়েছি বেশীর ভাগ সময়ই কোন ডকুমেন্টরী বা হিন্দি ছবি চলতে দেখেছিলাম। এমনিতেই টিভি দেখতে বিরক্ত লাগে.. তার উপর চালিয়ে দিয়েছে বাংলা সিনামা।

মেজাজ খারাপ করে ল্যাপটপটা ওপেন করে অল্প সাউন্ডে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়ে নেটে কানেক্ট করলাম। পাশের ভদ্রলোক কিছুটা বিরক্ত হয়ে বললেন সাউন্ড আরেকটু কমাতে.. কারন তিনি বাংলা সিনামার ডায়লগ বুঝতে পারছেন না। অবাক হয়ে ভাল করে তাকালাম। যে সিনামাটা চলছে, সেটা দেখার মত রুচি এই ভদ্রলোকের থাকার কথা নয়... আমরা যে কামরাটায় আছি, সেখানে অশ্লীল বাংলা সিনামা দেখার দর্শক থাকার কথা নয়... তবোও কেন এই বিশ্রি সিনামাট ছেড়েছে বুঝতে পারছি না। কিছু লোক আবার মহা উৎসাহে এই সিনামা দেখছে... আমি যারপর নাই অবাক! যাই হোক, আমি নিজের জগতে ঢুকে গেলাম।

সাইটগুলো ওপেন করে দেখছি কি অবস্থা.... জার্নিতে ল্যাপটপ সাথে থাকলেও কাজ করার মুড থাকে না। সুতরাং চ্যাট রুমেও কানেক্ট করলাম এবং অনলাইনে পেয়ে গেলাম কয়েকজনকে... ভাবলাম একটু ব্লগেও ঢু মারি...... ঘোলা কাঁচের কামরায় বসে নদীর ছবি তোলার ব্যার্থ চেষ্টাও করে যাচ্ছি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.