আমাদের কথা খুঁজে নিন

   

সহব্লগারদের প্রতি বিনীত অনুরোধ

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

সারিয়া আপুর বক্তব্যের পর আর এ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি না করার অনুরোধ করছি। এরচেয়ে , সারিয়া আপাকে আমরা সময় দেই। জানি , এমন একটা অনুভুতির স্থানে জেনারেল আঘাত করেছে তা সহজে ভুলার নয়। নিসঃন্দেহে জেনারেল ভুল করেছে। এখন সারিয়া আপুর কমেন্টে সারিয়ার আপুর অনুভুতির প্রতিফলন হয়েছে।

প্রাপ্তি কেন্দ্রিক বিষয়গুলো আমাদের এই ব্লগে মানবতার সবচেয়ে বড় অর্জন। এই অর্জন প্রতিফলিত করে মানবিক আমাদের। কোনভাবেই চাই না, ভুল করেও চাই না, আমাদের সেই মানবিক অর্জনকে কেউ ব্যাঙ্গ করুক। তারপরেও এমনটা কেন হলো সেটা ভাববার বিষয়। তবে এই ব্লগে এইসব বিষয় একদমই নতুন নয়।

তারপরেও বলছি প্রতিটা বিষয় নতুন করে ভাবতে হবে। সারিয়া আপুকে সময় দিতে হবে। অনুভুতির গভীরে যে আঘাত এসেছে তা এতো সহজে ভুলার নয়। সুতরাং বিনীতভাবে এই প্রত্যাশা করছি সকলেই সেই সময়টুকু সারিয়া আপুকে দিবেন। এই নিয়ে আর বিতর্ক করার কোন মানে নেই বলে আমি মনে করছি।

পাশাপাশি এই বলে রাখবো আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে যাতে কোন ব্লগারের সেরা এবং মানবিক অনুভতিকে আঘাত করে কিছু বক্তব্য আমরা কোনভাবেই না দিই। জেনারেল আপনাকে বলছি, এই যে আপনি ক্ষমা চেয়েছেন, এই অনুভুতিটা ধরে রাখুন। আর আশা করছি সারিয়া আপু কিছুটা সময় পেলে বিষয়টাকে ক্ষমার দিকে নিয়ে যেতে পারবেন। সেই সময়টা সারিয়া আপু পেতেই পারেন। সারিয়া আপুকে যতোটুকু চিনি তিনি কিছুটা সময় পেলে ক্ষমার দিকে যেতে পারবেন।

তবে এটি নিশ্চিত করতে হবে আগামীতে এমন অনুভুতিতে যাতে আঘাত না আসে। হোসেইনের পোস্টে হোসেইন ভালো বলেছেন। আশা করছি সবাই একমত হবেন জেনারেল এমন মন্তব্য করে ভুল করেছেন। আমরা আন্তরিকভাবেই চাই ব্লগের পরিবশে ভালো থাকুক। সুতরাং এ বিষয়টির সুষ্ঠু সমাধান হবে মনেপ্রাণে তাই চাই।

#সারিয়া আপুর পোস্টে করা আমার কমেন্ট থেকে তুলে দেয়া হয়েছে। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.