আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্বে বিপ্লব

হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই

অস্তিত্বে বিপ্লব শব্দগুচ্ছ একবার ব্যবহার করার খায়েশ জেগেছিলো খুব, অনেক আগে- কিন্তু তখন কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় নি; অথচ বিপ্লব সবসময়ই বিদ্যমান আমাদের ভূমিতে আমাদের ছেলেপিলে কিংবা বন্ধুবান্ধবদের ডাক নাম বিপ্লব কিন্তু কোনো খুন জাগায় না মনে! ঠিক সে কারণেই- কোনো মেয়েকে টাচ করলেই ছোটবেলায় যাকে বিপ্লব করা হয়েছে মনে করতো অনেকে বড় হয়ে অন্তরঙ্গ টাচকেও মাঝে মাঝে পানসে মনে হয় তাদের! পানসে তরমুজ পছন্দ করে কোনজনা? * সরব অস্তিত্ব আজ আমাদের এই করালভূমিতে; প্রতিনিয়তই আমরা জানছি আমাদের নিম্নগামী অস্তিত্বের কথা; অস্তিত্বকে আস্তে আস্তে নিরাকার করে তুলছি, মানসিক-শারীরিক-সামাজিক অভাবকে বানাচ্ছি অস্তিত্বের প্রতিশব্দ মাইক্রোক্রেডিট দিয়ে আমরা বানাচ্ছি দারিদ্র্য জাদুঘর পাচ্ছি উদ্বোধনী পুরষ্কার, মহৎ হচ্ছি প্রতিদিন, বাড়ছে মচ্ছবের সংখ্যাও। * অথচ অস্তিত্বের এই পড়ন্ত বেলাভূমিতেই বিপ্লবকে উপেক্ষা করছি সবচেয়ে বেশি, নাকি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।