আমাদের কথা খুঁজে নিন

   

একজন অধিকার হারানো প্রেমিকের কথা

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

সম্পর্কের ইতি টানলে আজ- "ভালোবাসা" শব্দটাকে হেঁয়ালিতে পরিণত করে! দুঃখ নেই ভালোবেসে ত্যাগী পুরুষ সাজায়, দুঃখ কেবল অধিকার কেড়ে নিলে বলে- বড় কষ্ট অভ্যস্ত-অধিকারবোধটুকু ছেড়ে দিতে! ভাবতেই বুক চিরে হাহাকার জাগে- তবু জেনে নেবো আজ থেকে অধিকার নেই আর হাত দু'টো ধরার, অধিকার নেই ঐ কালো চোখের তারায়, সেই সম্মোহনী হাসিতে; অধিকার নেই মাঝরাতে ফোন করে আবেগী কথা বলার; অধিকার নেই কাছ-ঘেঁষে বসা তোমার এলোচুল সরিয়ে দেয়ার, কিংবা কথোপকথনের ফাঁকে নিটোল গালে আঙুল ছোঁয়ানোর! চলে যাবে.... যাও.... কেড়ে নিয়ে যাও সব ভালোবাসার উদ্ধত অধিকারগুলোকেও; ভুলে যাবো অকারণ, অহেতুক তোমায় ধমকে ওঠার বদ-অভ্যাসটাকে, কিংবা ঈর্ষাকাতর হয়ে অভিমানী মুখ নিয়ে যাতনা-যাতনা খেলা; প্রেমাপ্লুত হয়ে কড়ায়-গন্ডায় বুঝে নেয়া চুমু-টাও চাইবার দুঃসাহস দেখাবো না আর আজ থেকে- শুধু জানতে ইচ্ছে করে, অধিকার দিলে কেন যদি তা কেড়ে নেবেই একদিন? জানি, জবাব দেবে না কোনো; বোধহয়, উত্তর পাওয়ার অধিকারটিও হারিয়েছি আমি... তবু, অন্তত এটুকু বলে যাও, কেমন লাগে কাউকে নিঃস্ব, রিক্ত, শূন্য ফেলে যেতে? অধিকার ছেড়ে দেয়ার কষ্ট সয়ে নিতে পারি ঠিকই, কিন্তু সে অধিকার অন্যকে দেবে- সে কষ্ট কি করে সইবো বলো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.