আমাদের কথা খুঁজে নিন

   

ইদানীং- কাব্যকথা

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

দিনরাত্রি শুধু যন্ত্রণা ছেঁয়ে থাকে ব্যাকুলতা সময়কে ছাড়িয়ে যায় শূন্যতার সীমাকেও হার মানায়- আকাশ-মাটি সর্বত্র একাকীত্ব, আর পরছায়ায় অপূর্ব তুমি!! ইদানীংকার কাব্যকথায় শুধুই সে- যে একান্ত আপন, হৃদয়ের গহীনে আমার আজন্ম লালিত মনের ঘরে তাকেই রেখেছি পরম যতন করে। অকল্পনীয় শব্দখানা কল্পনায় স্থান পায়, অসম্ভব অপেক্ষা সম্ভাবনার রুদ্ধদ্বারে কড়াঘাত করে সসীমের গণনা মাড়িয়ে। কল্পনা পায় মুক্তি, অপেক্ষা তবু চলে সকল ক্লান্তি ভুলে। আর তোমার ভাবনা আগলে রাখে আমাকে- আমার ধৈর্যশূন্যতা, হিংস্রতা এবং কালবৈশাখী কাঙালপনা। ২০০৮-০১-২৮ @ ১৬:৪৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।