আমাদের কথা খুঁজে নিন

   

ইদানীং জগতপুরে গিয়েছেন কি?

জগতপুর একটা গ্রাম কালোকুচকুচে পিচঢালা মহাসড়কটা থেকে দশ মাইল ভেতরে। বর্য়ায় দীর্ঘদিন কর্ডন করে রাখে পানি তখনই কেবল আকাশ তার মুখ দেখতে পায়। জগতপুর এখন পাল্টেছে একটা সড়ক হয়েছে, গভীর রাতে ছোকরা রিকশাওয়ালারা গান গাইতে গাইতে বেল বাজায়; বাজার, একটি স্কুল , সাইকোন সেন্টার মনোহারি দোকানের মার্কেট সবমিলে জগতপুর এখন জমজমাট। সন্ধ্যায় ছেলে-ছোকরাদের আড্ডা, কালু মহাজনের ফিসফাস, সন্তোষ মাস্টারের নির্বাচনী আসর আর একটু পর যখন কোন বোরখা পরা নারী তার ষোড়শী মেয়েকে নিয়ে সালোয়ার-কামিজ সেলাতে আসে হাবলু দর্জির দোকানে তখন জগতপুরকে আপনার ভীষণ ভাল লাগবে। কেননা জগপুরের ভাষা খুব সুন্দর মেয়েরাও হয় সুন্দরী। গ্রামের একমাত্র পেশাহীন মন্তাজ পাগলার এ বিষয়ে ভিন্ন মত আছে তিরিশ বছর আগে যেমন সে বলতো ’কিছুই বদলায় নাই জগতপুরে, মিয়া’ এখনো তাই বলে। যদি জগতপুরে যান তার সাথে দেখা হবেই তখন ঘাবড়ে যাবেন না যেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।