আমাদের কথা খুঁজে নিন

   

"জাতীয় সঙ্গীতে বিকৃতি"

"জাতীয় সঙ্গীতে বিকৃতি" বাংলানিউজটোয়েন্টিফোর.কম জাতীয় সঙ্গীত ভুলভাবে গেয়ে কেউ পার পেয়ে যেতে পারে না, একথা বলেছেন রবীন্দ্র সঙ্গীত জগতের অন্যতম শিল্পী মিতা হক। অপর পুরোধা শিল্পী সাদি মহম্মদ বলেছেন জাতীয় সঙ্গীত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। এ কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। আর ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বলেছেন এর এখনি প্রতিবাদ হওয়া উচিত। বাংলাদেশের নাগরিকতো বটেই কোন ভিনদেশিও বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে ভুলভাবে, উল্টো করে গাইতে পারেন না। আমার কথা: আমার সোনার বাংলা’ নামের মিউজিক ভিডিওটির লিড ভোকাল সোহিনী কে আন্তরিক ধন্যবাদ এমন সুন্দর একটি ফিউসনের জন্য, অত্যন্ত আবেগ মায়া ও সম্মানের সাথে আমার আমাদের জাতীয় সংগীত গাওয়ার জন্যে। বিজ্ঞ তিনজন সঙ্গীতজ্ঞের মন্তব্যে আমি স্তব্দ। আমরা কি ভাল মন্দের তফাৎ ত করব না.......... পুনশ্চ: ‘ক্ষ’ র করা এ ভিডিও টি আমি যতবার দেখেছি ততবার শিহড়িত হয়েছি...... হয়েছি বিমুগ্ধ। অনুরোধ: এ নিয়ে যেন আমরা বিবেচনা বহির্ভুত বাড়াবড়ি না করি। ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=vEKLr437pY0 অডিও লিংক: http://www.mediafire.com/?9x2vato89idhdzv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.