আমাদের কথা খুঁজে নিন

   

জনগণ সঠিক সিদ্ধান্ত নেয়

বাংলাদেশি আইডলের বিচারক হিসেবে অনুষ্ঠানের অগ্রগতি নিয়ে কিছু বলুন।

সুষ্ঠুভাবে সব কিছু এগুচ্ছে। অংশগ্রহণকারীরা ভালো করছে। আমার প্রত্যাশা জনগণের রায়ে উপযুক্ত একজন বাংলাদেশি আইডল বেরিয়ে আসবে।

 

জনগণের উদ্দেশে এ নিয়ে কিছু বলবেন?

জনগণ তো সব সময়ই সঠিক সিদ্ধান্ত নেয়।

এক্ষেত্রেও তারা সঠিক রায় দেবে বলে আমার বিশ্বাস। আমরা ২৪ জন প্রতিযোগীকে এ পর্যন্ত এনে দিয়েছি। জনগণও এক্ষেত্রে আমাদের সহযোগিতা করছে। এখন 'বাংলাদেশি আইডল' নির্বাচনের ক্ষেত্রে তারা উপযুক্ত সিদ্ধান্ত নেবে বলে তাদের ওপর আমার গভীর আস্থা রয়েছে। কারণ এটি সাধারণ কোনো প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নয়।

এটি হচ্ছে বাংলাদেশি আইডল নির্বাচনের অনুষ্ঠান। যা ইতোমধ্যে ৪২টি দেশে অনুষ্ঠিত হয়ে গেছে।

 

 

দেরিতে হলেও বাংলাদেশে এ আয়োজন হয়েছে, এ বিষয়ে কী বলবেন?

এটি আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপারে। কারণ বাংলাদেশ সব ক্ষেত্রেই পৃথিবীর উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তাই দেরিতে হলেও এদেশে এই প্রতিযোগিতার আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

 

দেশীয় সংগীতের বর্তমান অবস্থা কেমন?

ভালো-মন্দ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তবে একটি জিনিস আমাকে কষ্ট দিয়েছে। শিল্পী হয়ে অন্য শিল্পীর বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করা দুঃখজনক। আমি কারও নাম উল্লেখ না করে বলব একজন মহিলা কণ্ঠশিল্পী সম্প্রতি বাউল সম্রাট শাহ আবদুল করিম সম্পর্কে বলেছেন, তিনি নাকি বাউল শিল্পীই নন। অগ্রজ এবং সর্বজন স্বীকৃত কোনো শিল্পী সম্পর্কে এ ধরনের মন্তব্য করার আগে নিজেকে যাচাই করা উচিত।

আমি ওই মহিলা শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলব, অন্যদের সম্মান করতে শিখুন, তাহলেই নিজে সম্মান পাবেন।

 

শ্রোতাদের উদ্দেশে কিছু বলুন।

শ্রোতারা সব সময়ই সঠিক সিদ্ধান্ত নেয়। তারা পেনড্রাইভে বা সিডি কিংবা নেটে অথবা কোনো মাধ্যমে গান শুনবে এটা তাদের পছন্দের বিষয়। গানের মালিক কে সেটাও তারা ভালো জানে কিন্তু এসব জানে না বিক্রেতারা।

 

এলআরবির আগামী প্রকাশনা কী?

এটি শ্রোতাদের জন্য চমক হিসেবেই থাক।

 

*আলাউদ্দীন মাজিদ

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.