আমাদের কথা খুঁজে নিন

   

আব্বু কতদিন তোমায় দেখিনি, জানি দেখবনা কোন দিন।

কে জানে কখন ভেঙ্গে পড়ি পাখা

দেখতে দেখতে মাস হয়ে গেল। গত ১১ডিসেম্বর ২০০৭, দুপুর ১২টায় যখন মামার ফোন পেলাম, তখনও তিনি আমার কাছে বেঁচে ছিলেন। মামা বললেন, তাড়াতাড়ি গাবতলী যেতে, সেখান থেকে চিটাগং যেতে। মামাও আসবেন সেখানে। আমি জিজ্ঞাস করলাম," কোন দুর্ঘটনা?", বললেন-" না , তোমার আব্বু অসুস্থ তো. তাই...." তখনই মনটা আশংকার মেঘে ভরে গেল।

নিশ্চিত হলাম ৩টার দিকে ,যখন মামা বললেন, ' সকাল ৭ টায় গাজিপুর পৌছলাম চট্টগ্রাম থেকে, আর ১০টায় একটা রত্ন হারিয়ে ফেললাম। " তখন চোখ ভরে গিয়েছিল কিন্তু কাঁদিনি, কাঁদিনি এমনকি রাত ১১টায় যখন বাড়ি পৌছলাম তখনও, এমনকি যখন তাকে কবরে শুইয়ে দিচ্ছিলাম তখনও না। কান্নাগুলো বুকের কোথায় যেন পাথর হয়ে রইল। কান্না এসেছিল রাতে ঘুমানোর সময়। নিশ্বব্দে, অন্ধকারে।

বাঁধ ভাঙ্গা। আব্বুকে আর দেখবনা। সালাম দিতে পারবনা। আব্বু আমার সবকিছু। আমার আল্লাহ্,রাসুল,ইসলাম সবই তাঁর কাছ থকে পাওয়া।

বাংলা,ইংরেজী,আরবী,নামায,চিন্তাধারা সবকিছু আমি তাঁর কাছ থেকেই পেয়েছি। শিখেছি সততা , সরলতা, ভদ্রতা (জানিনা কতটুকু রাখতে পেরেছি)। হয়ত এখন দু:খ ভুলে দিন গুলো সেখেলে কাটাচ্ছি। হয়ত এমনি ভাবে কোন একদিন বাড়ি ফিরব নামের আগে প্রকৌশলী লাগিয়ে। কিন্তু আমার প্রথম শিক্ষক -আমার আব্বুকে তা দেখাতে পারবনা।

তাকে তো রেখে এসেছি সেই নদীর তীরে, সেই মাঠের কোনে , সেই মসজিদের পাশে মাটির বিছানায়, যেখানে কেটেছে তার শৈশব........ আমার শৈশব। (আল্লাহ তুমি আমার আব্বুকে সর্বোচ্চ জান্নাতে দাখিল করো, আমিন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।