আমাদের কথা খুঁজে নিন

   

মনুষ্য সমাজে শুয়োর ও শ্বাপদের মতাদর্শ প্রচার করতে না দেয়াটাই মানবিক দায়িত্ব

তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি

জ্ঞান ভালো জিনিস,জ্ঞান থাকা জরুরী ও বটে । তবে তার চেয়ে জরুরী বোধ হয় কান্ডজ্ঞান থাকা । আমাদের বহুৎ জ্ঞানীগুনী এলেমদার,সুশীল বালছাল আছেন যাদের জ্ঞান সমুদ্রের পানি সাত মহাসাগরের চেয়ে ও বেশী মাগার আফসোস তাদের কান্ডজ্ঞান ছাগলের লাদির চেয়ে ও পরিমানে কিঞ্চিৎ কম । মানুষের সমাজে আলোচনা, সমালোচনা, তর্ক,বিতর্ক,বিরুদ্ধ মত থাকবেই । মত প্রকাশ ও মতাদর্শ প্রচারের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার ।

এমন কি মানুষ একবেলা কম খেয়েও নিজের কথা বলতে চায় । আমরা নিশ্চয়ই এমন একটা সমাজ চাই যে সমাজ হবে বহুরৈখিক যে সমাজে নানা চিন্তা,দর্শন,ভাবনা ও মতবাদ প্রকাশের নিরাপত্তা থাকবে । আমি আপনার মতবাদের বিরোধী হতে পারি কিন্তু অবশ্যই আপনার মতবাদ প্রচারের স্বাধীনতা যাতে অক্ষুন্ন থাকে তার জন্য আমি ও জোর দাবী জানাবো । এটাই তো সভ্য মানুষের কাংখিত সমাজ । কিন্তু সমস্যা হলো আমরা কি মানুষের সমাজে শুয়োর ও শ্বাপদদের কে ও মতাদর্শ প্রচারের সুযোগ করে দেবো? বিশেষতঃ আমরা যখন জানি এই শুয়োরের দাঁতে ও শ্বাপদের ফনায় এখনো আমাদের স্বজনদের রক্ত ও মৃত্যু লেগে আছে ।

ব্লগ হোক আমাদের কাংখিত সুন্দর সমাজের মডেল । এখানে নানা বিষয় নিয়ে আলোচনা,সমালোচনা,তর্ক, বিতর্ক হোক । কেউ যদি মনে করেন ইসলামী জীবনদর্শন প্রচার করবেন,অবশ্যি তিনি তা করবেন । কেউ যদি মনে করেন নাস্তিকতাই সত্য সেটা প্রকাশ করার সম্পুর্ন অধিকার ও তার আছে । কিন্তু কোন শুয়োর ও শ্বাপদের মতাদর্শ প্রচার করতে দেয়া হবেনা ।

কারন এই শূয়োর ও শ্বাপদেরা মানুষের সকল মতাদর্শের বিরোধী । এদের মতাদর্শ প্রচার রুখতে হবে যেনো মানুষ তার ভিন্ন ভিন্ন মতাদর্শ নিরপদে প্রচার করতে পারে,হতে পারে মানুষের এইসব মতাদর্শ পরস্পর বিপরীত । তবু তো মানুষেরই মতাদর্শ । আর যদি ঘাতক দালাল জামাতের মতাদর্শরে শুয়োর ও শ্বাপদের মতাদর্শ মানতে কারো আপত্তি থাকে, এই মতাদর্শের গলা টিপে ধরতে কারো সুশীল হৃদয়ে কষ্ট লাগে তাইলে তারে বলতে পারি- আপনার জ্ঞান আছে জনাব,মাগার কান্ডজ্ঞান নাই । আপনে থামলেই ভালো লেগে


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।